রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা

♦ দিনে পান ১২০ টাকা ♦ দাবি ৩০০ টাকা ♦ সমঝোতা বৈঠকে আসেনি মালিক পক্ষ

শ্রীমঙ্গল প্রতিনিধি

অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা

চায়ের ভরা মৌসুমে ত্রিমুখী সংকটে পড়েছে দেশের চা শিল্প। ঘন ঘন লোডশেডিংয়ের পর বেড়েছে জ্বালানি তেলের দাম। আর গতকাল থেকে দেশের ২৩১টি চা বাগানে শুরু হয়েছে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট। অথচ জুন থেকে সেপ্টেম্বর চার মাস চা শিল্পের জন্য পিক সিজন। এ সময় শুধু শ্রীমঙ্গল উপজেলার ৪২টি চা বাগান থেকেই প্রতিদিন প্রায় ৩ থেকে ৬ লাখ কেজি কাঁচা পাতা উত্তোলন করে কারখানায় প্রক্রিয়াজাত করা হয়। বড়লেখার শাহবাজপুর চা বাগানের ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানিয়েছেন, এমনিতেই লোডশেডিংয়ের কারণে উৎপাদনে মারাত্মক সমস্যা হচ্ছে, তার ওপর জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় প্রতি লিটার ৪০-৪৫ টাকা বেশি দামে ডিজেল কিনে জেনারেটর চালাতে হচ্ছে। এখন শুরু হয়েছে শ্রমিক ধর্মঘট। ধর্মঘটে শ্রমিকরা বাগানের সব কাজ বন্ধ রেখেছেন। চা শিল্প এখন ত্রিমুখী সংকটে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে এই সংকটের সমাধান না হলে এ বছর চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাঘাত ঘটবে। প্রাপ্ত খবর অনুযায়ী, দেশের ২৩১টি চা বাগানের প্রায় দেড় লাখ চা শ্রমিক তাদের মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবিতে ধর্মঘট শুরু করেছেন। এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পালের ভাষ্য, শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আমরা ১৯ মাস ধরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তাই আমরা গত ৩ আগস্ট এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছিলাম, তারা তাতেও কর্ণপাত করেননি। চার দিন ধরে শ্রমিকরা দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন। তারপরও মালিকপক্ষ আমাদের দাবি মেনে না নেওয়ায় আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি। ফিনলে টি কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার তাহসিন আহমেদ চৌধুরী বলেন, ‘প্রতিদিন ৪ লাখ কেজি কাঁচা চা পাতা বাগান থেকে উত্তোলন করা হয়। শ্রমিক আন্দোলন দীর্ঘ হলে প্রতিদিন ২ কোটি টাকা করে ক্ষতি হবে।’ বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ  কে এম রফিকুল হক বলেন, ‘এ বছর দেশে মোট চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ মিলিয়ন কেজি। বর্তমানে এই ত্রিমুখী সংকটে চা শিল্পের কিছুটা ক্ষতি হবে।’

মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চা শ্রমিকরা      -বাংলাদেশ প্রতিদিন

ধর্মঘট চলছেই : ৩০০ টাকা মজুরির দাবিতে চট্টগ্রাম, সিলেট ও মৌলভীবাজারসহ সারা দেশের ১৬৬টি চা-বাগানে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকরা। ধর্মঘটের সময় গতকাল মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকার সড়ক অবরোধ সৃষ্টি করা হয়। এর মধ্যে লুহাইউনি ও ব্রহ্মণবাজার সড়ক অবরোধ করায় প্রায় দুই কিলোমিটার যানজট তৈরি হয়। এ ছাড়া সিলেটে সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চা শ্রমিকরা। সিলেটের লাক্কাতুরা, মালনিছড়া, খাদিম, কেওয়াছড়া, দলদলি, জাফলং, লালাখালসহ সব বাগানে এ ধর্মঘট চলছে।

সর্বশেষ খবর