সোমবার, ১৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

অভাবে সন্তান বিক্রির চেষ্টা মা-ছেলের পাশে প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি

অভাবের তাড়নায় সন্তান বিক্রির চেষ্টায় আলোচিত মা সোনালি চাকমা ও ছয় বছর বয়সী ছেলে রামকৃষ্ণ চাকমার সুরক্ষায় একগুচ্ছ প্রকল্প নিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস তার দফতরে সদর উপজেলার পাকুজ্যাছড়ি গ্রামের অসুস্থ ও চালচুলাহীন মা সোনালি চাকমার হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন। এ ছাড়া সোনালি  চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুই কক্ষবিশিষ্ট একটি ঘর প্রদান, শিশুপুত্র রামকৃষ্ণ চাকমার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি শিশু পরিবারে রাখা ও সোনালি চাকমার সুচিকিৎসা ও তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার ঘোষণা দেন।

এ সময় সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান সুনীল জীবন চাকমার সহায়তায় রক্ষা পায় রামকৃষ্ণ। এ নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে। ফলে মা-ছেলের পরিণতি মানুষের মনে দাগ কাটে। পরিবারটির জন্য আর্থিক সহায়তা নিয়ে ছুটে যান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। এ সময় তিনি পরিবারটিকে ছয় মাসের খাবার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেন। একই সঙ্গে তাদের সরকারি ঘর দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন।

সর্বশেষ খবর