মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা
হত্যার অভিযোগ

২৩ দিন পর কবর থেকে লাশ তোলা হলো সাবেক ছাত্রদল নেতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ সিকদার সজলের লাশ মৃত্যুর ২৩ দিন পর রবিবার দুপুরে কবর থেকে তুলেছে পুলিশ। ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় আদালতের নির্দেশে উপজেলার সোহাগপুর আতকাপাড়া কবরস্থান থেকে তার লাশ উঠিয়ে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সজল সিকদার উপজেলার সোনারামপুর গ্রামের মৃত মোস্তফা আলী সিকদারের ছেলে। আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা শারমীন পুলিশসহ উপস্থিত থেকে লাশ উত্তোলন করে মর্গে পাঠান। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, সম্পত্তি নিয়ে সজল সিকদারের পরিবারের সঙ্গে ভগ্নিপতি মার্শাল সিকদারের পরিবারের বিরোধ চলছিল। দেড় মাস আগে এ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে সজল সিকদার আহত হন। এ ঘটনায় সজলের ভাই খোকন সিকদার বাদী হয়ে থানায় মামলা করেন। এদিকে সংঘর্ষে আহতসহ অন্যান্য অসুখে ভুগতে থাকা সজল সিকদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই মারা যান। এ অবস্থায় হত্যার অভিযোগ তুলে ধারা যোগ করতে আদালতে আবেদন করেন খোকন সিকদার। এরই আলোকে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

 

সর্বশেষ খবর