বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অতিরিক্ত পুলিশ সুপার মহররম প্রত্যাহার

বরগুনা প্রতিনিধি

অতিরিক্ত পুলিশ সুপার মহররম প্রত্যাহার

বরগুনায় ১৫ আগস্ট এমপি শম্ভুর সঙ্গে কথা কাটাকাটি অতিরিক্ত পুলিশ সুপার মহররমের

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানস্থলে ছাত্রলীগ কর্মীদের ওপর বেপরোয়া লাঠিচার্জ ও সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে গতকাল বরগুনা থেকে প্রত্যাহার করা হয়েছে।

বরিশাল পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ঘটনায় বরিশাল রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থেই মহররম আলীকে প্রত্যাহার করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ ব্যাপারে সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, তার (মহররম) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। তাকে বরখাস্ত করতে হবে। তিনি বলেন, আলোচনা সভা শেষ করে আমি যখন বের হলাম, আমাকে অতিরিক্ত পুলিশ সুপার বললেন, স্যার আমাদের গাড়ির গ্লাস ভাঙা হয়েছে। যারা ভেঙেছে তাদের আমরা চিনেছি। আমি বললাম, ঠিক আছে, তাদের নিয়ে আসুন আইনের কাছে তুলে দেব। গাড়ির গ্লাসের ব্যবস্থা করে দেব। এর কিছুক্ষণ পরই পুলিশ লাঠিচার্জ শুরু করল! এ নির্মম-নিষ্ঠুর হামলা মেনে নেওয়া যায় না। বরগুনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, একজন সংসদ সদস্যের সঙ্গে এই আচরণ মেনে নেওয়া যায় না। যুবলীগ সভাপতি রেজাউল ইসলাম এ্যাটম বলেন, এ ঘটনায় বেল্লাল হোসেন বিদ্যুৎ ও আ. রশিদ রাফিকের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। বরগুনা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের নাগরিক ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। ইতোমধ্যে আমতলী উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সর্বশেষ খবর