রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি গ্রেফতার গাজীপুরে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে এক রোহিঙ্গা নারী ও তার স্বামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। পুবাইল থানার বসুগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল জিএমপির পুবাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- পুবাইল থানার বসুগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রেজাউল সরকার (৩১) ও তার স্ত্রী রোহিঙ্গা নারী মুন্নি (২৭)। পুলিশের ওই কর্মকর্তা জানান, পুবাইল থানার বসুগাঁও এলাকার রেজাউল করিমের বাসায় শুক্রবার রাতে মাদক কেনাবেচা হচ্ছে- এ গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী মুন্নি ও তার স্বামী রেজাউল সরকারকে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো দুদিন আগে টেকনাফে বসবাসকারী ছোট বোন ছমিরার (২৫) কাছ থেকে সংগ্রহ করেছেন মুন্নি ও তার স্বামী। দুই বছর আগে ৩ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন রেজাউল সরকার ও মুন্নির ছোট বোন ছমিরা। ওই মামলায় হাজতবাসের পর প্রায় পাঁচ মাস আগে তারা জামিনে মুক্তি পান। জামিনে মুক্তি পেয়েই পুনরায় মাদক ব্যবসা শুরু করেন তারা। সাত বছর আগে রোহিঙ্গা নারী মুন্নিকে বিয়ে করেন বসুগাঁও এলাকার রেজাউল সরকার। এরপর থেকেই এ দম্পতি বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পুবাইল থানা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর