রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নিয়ম মেনে সেবা দিতে হবে

ডা. মনিরুজ্জামান ভুইয়া

নিয়ম মেনে সেবা দিতে হবে

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসো সিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভুইয়া বলেন, ‘নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার নিয়ে   আমাদের সংগঠন। সবাইকে নিয়ম মেনে মানসম্মত সেবা দিতে হবে। অনিবন্ধিত অবৈধ হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের আইনি ব্যবস্থা নেওয়াকে আমরা সমর্থন জানাই।’

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশের স্বাস্থ্যসেবায় বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ভূমিকা ব্যাপক। করোনা মহামারিতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করেছে। কিন্তু কিছু অসাধু অবৈধ প্রতিষ্ঠানের কারণে সেবার মান প্রশ্নবিদ্ধ হয়। আমরা সব সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে। অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ অভিযানে আমরাও থাকব। সরকারি নীতিমালা মেনে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ করতে। সরকারি বিধান না মেনে যাতে কেউ এসব প্রতিষ্ঠান করতে না পারে সেজন্য কঠোর নজরদারি থাকতে হবে। দেশে আগে ১০-১২ শয্যার বেসরকারি হাসপাতাল ছিল, এখন শত শত শয্যার হাসপাতাল নির্মাণ হয়েছে। মানুষকে মানসম্মত সেবা দিতে আমরা ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর