রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভেসে এলো ৩৫ ফুট মৃত তিমি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ভেসে এলো ৩৫ ফুট মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি তিমির অর্ধগলিত মৃতদেহ। সাগরের জোয়ারে এটি গতকাল সকাল সাড়ে ৭ টার দিকে জাতীয় উদ্যান সংলগ্ন ঝাউবাগান এলাকায় বালুচরে আটকা পড়ে। প্রায় ৩০ ফুট লম্বা ও ৫ ফুট প্রস্থের তিমিরটি প্রথমে স্থানীয়রা দেখতে পান। এটি বেলিন প্রজাতির বলে জানা গেছে। এর লেজ ও পিঠের অংশের হাড় বের হয়ে গেছে। চামড়া ও মাংস খসে খসে সাগরে ভেসে গেছে। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার সাংবাদিকদের জানান, ২০১৮ সালে আরও একটি বড় তিমি সৈকতে ভেসে এসেছিল। সেটিকে বালুচাপা দেওয়া হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, তিমিটি পচে গলে যাওয়ায় এটি ঠিক কবে ও কিভাবে মারা গেছে তা নমুনা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিকী জানান, মহিপুর বন বিভাগকে এটি উদ্ধারের জন্য বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, পচে গলে যাওয়ায় এটি পুরুষ নাকি স্ত্রী প্রজাতির তা নির্ণয় করা কষ্টকর। এর মৃত্যুর কারণ অনুসন্ধানে তারা চেষ্টা করছেন। তবে এটি বেলিন প্রজাতির। নমুনা সংগ্রহ ও এর কঙ্কাল সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিশেষজ্ঞ টিমকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, পৃথিবীতে অন্তত ১৬ প্রজাতির বেলিন তিমি রয়েছে। এগুলো ৭০ ফুট পর্যন্ত লম্ব^ হয়। মূলত ঠাণ্ডা পানিতে বিচরণ করে। তবে সমুদ্রে খাবার সংকট দেখা দিলে এরা জায়গা পরিবর্তন করে। প্লাংকটন, কাঁকড়া ও ছোট মাছই এদের প্রধান খাদ্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর