চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল বিকালে কচুয়া-গৌরিপুর সড়কের হাটমুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বারৈয়ারা গ্রামের ওয়াজ উদ্দিন (২৮) ও তার স্ত্রী সাবিকুন নাহার (২৩)। সাকিবুন নাহার অন্তঃসত্ত্বা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বারৈয়ারা গ্রামের ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিন তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিকুন নাহারকে নিয়ে সাচারবাজারে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে সিএনজিতে করে বাড়ি ফেরার পথে হাটমুড়া এলাকায় কচুয়াগামী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। ঘটনার পর ট্রাক ও সিএনজি আটক করেছে পুলিশ। কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাক ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে আটক করা যায়নি।