শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইভ্যালির সামনে পাওনাদারের ভিড়

নিজস্ব প্রতিবেদক

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়িত্ব মূল মালিক মোহাম্মদ রাসেলের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার খবরে রাজধানীর ধানমন্ডিতে কোম্পানির কার্যালয়ের সামনে ভিড় করছেন শত শত পাওনাদার। গতকাল সকাল থেকেই ইভ্যালি অফিসের সামনে অবস্থান নিতে থাকেন তারা। ‘ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কো-অর্ডিনেশন’ কমিটির ব্যানারে হাজির হওয়া এসব পাওনাদার টাকা ফেরত চাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিও করেন। এদিকে, আদালত গঠিত পরিচালনা পর্ষদের কাছ থেকে গতকাল কোম্পানির দায়িত্ব বুঝে নিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের স্ত্রী ও কোম্পানির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। এদিন সকাল ১০টার দিকে ইভ্যালির অফিসে যান আদালত গঠিত পর্ষদের সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। তিনি বলেন, কোম্পানির বিষয়ে আমরা চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছি। অডিট রিপোর্ট, ব্যবস্থাপনা পরিচালকের মতামত, আদালতের নির্দেশনামতো পরিচালনা বোর্ডের মতামত এবং হাই কোর্ট নির্দেশিত পরিচালনা বোর্ডের সব সদস্যের পদত্যাগপত্র বুধবার হাই কোর্ট বিভাগে জমা দেওয়া হয়। এর আগে হাই কোর্টের এক আদেশে রাসেলের স্ত্রী শামীমা নাসরিন, তার মা এবং তার বোনের জামাইকে ইভ্যালির পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। ওই বোর্ডে ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের একজন প্রতিনিধি ও বাণিজ্য মন্ত্রণালয়েল যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে নয়- এমন একজন কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে আদেশে।

 

 

সর্বশেষ খবর