শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উচ্চ শব্দে স্ট্রোকের ঝুঁকি

ডা. আশ্রাফুল হক সিয়াম

উচ্চ শব্দে স্ট্রোকের ঝুঁকি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়াম বলেছেন, শব্দদূষণ উচ্চ রক্তচাপ সৃষ্টির অন্যতম একটি কারণ। আর উচ্চ রক্তচাপ শরীরের বড় শত্রু। এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে। কিডনিসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে। স্ট্রোকেরও সবচেয়ে বড় কারণ উচ্চ রক্তচাপ। তিনি বলেন, কান শব্দকে গ্রহণ করে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। অতিরিক্ত শব্দ মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে। এজন্য উচ্চ শব্দ শুনলে আমরা আতঙ্কিত হয়ে উঠি। আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়। মূলত, উচ্চমাত্রার শব্দ মানুষের শরীরে অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। বেশি অ্যাড্রেনালিন হরমোন মানুষের রক্তচাপ ও হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে। আর উচ্চ রক্তচাপ বা প্রেসার বেশি থাকলেই হৃদরোগের ঝুঁকি বাড়বে। এ ছাড়া মস্তিষ্কে স্ট্রোকের সবচেয়ে বড় কারণই হলো উচ্চ রক্তচাপ। তিনি বলেন, উচ্চ মাত্রার শব্দ কানের মাধ্যমে টানা মস্তিষ্কে পৌঁছাতে থাকলে মস্তিষ্ক এক পর্যায়ে সেটা আর সহ্য করতে পারবে না। মস্তিষ্কের কোষে অস্বাভাবিক প্রক্রিয়া দেখা দেবে। রক্তচাপ বাড়বে। এ ছাড়া ওই সময়ে ওই ব্যক্তি অন্যান্য নানা সমস্যার কারণেও উদ্বেগে থাকতে পারেন। সব মিলে উচ্চ রক্তচাপে মস্তিষ্কের রক্তনালি বন্ধ হয়ে যেতে পারে, রক্তনালি ছিঁড়ে যায়। হতে পারে স্ট্রোক।

সর্বশেষ খবর