বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিমানের আরও তিন সিবিএ নেতাকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও তিন কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) নেতাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে উপপরিচালক মোনায়েম হোসেনের নেতৃত্বে একটি টিম বিমানের তিন সিবিএ নেতাকে জিজ্ঞাসাবাদ করেন। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মো. আবদুস সোবহান, উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি আসমা খানম বানু ও সদস্য মো. আবদুল জব্বার। তবে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও দুদকে হাজির হননি বিমানের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি গোলাম কায়সার আহমেদ ও মো. আবদুল আজিজ। এর আগে গত তিন দিনের জিজ্ঞাসাবাদে দুদকে উপস্থিত হননি সাবেক সিবিএ সভাপতি ও বর্তমানে বিমানের কানাডা অফিসের কান্ট্রি ম্যানেজার মশিকুর রহমান ও বিমানের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মনতাসার রহমান। মশিকুর রহমান কানাডায় অবস্থান করার কারণে হাজির হতে পারেননি। গত রবিবার থেকে মঙ্গলবার টানা তিন দিনে বিমানের ১০ জন ও গতকাল তিনজনসহ মোট ১৩ জন সিবিএ নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিমানের অনিয়ম অনুসন্ধানে ১৭ সিবিএ নেতাকে তলব করে চিঠি পাঠায় দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় সংস্থাটি।

 

সর্বশেষ খবর