শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নির্বাচনে প্রভাব ফেলবে জাপার বিশাল ভোটব্যাংক

----- মোদাচ্ছেরুল হক দুলাল

নির্বাচনে প্রভাব ফেলবে জাপার বিশাল ভোটব্যাংক

নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল বলেন, নারায়ণগঞ্জে জাতীয় পার্টির বিশাল ভোট ব্যাংক রয়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলবে যে কোনো প্রার্থীর জন্য।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের রাজনৈতিক জোটে রয়েছে। এখানে জাতীয় পার্টির জন্য আওয়ামী লীগ দুটি আসন ছেড়ে দিয়েছে। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ কোন আসনে কাকে মনোনয়ন দেবে- এটা কেন্দ্রীয় নেতারা নির্ধারণ করবেন। মোদাচ্ছেরুল হক দুলাল বলেন, নারায়ণগঞ্জকে দেশের রাজনৈতিক হটস্পট বলা হয়। এখানে রয়েছে দেশের প্রভাবশালী নেতাদের বসবাস। এমপি শামীম ওসমান, সেলিম ওসমান, মন্ত্রী গোলাম দস্তগীর গাজীদের মতো জনপ্রতিনিধিদের এলাকা নারায়ণগঞ্জ। এর মধ্যে নারায়ণগঞ্জ (শহর-বন্দর)-৫ আসনে এমপি সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ (সোনারগাঁও)-৩ আসনে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি দুটি গুরুত্বপূর্ণ আসনের প্রতিনিধিত্ব করছেন। জেলায় পাঁচটি আসনের মধ্যে দুটি আসনেই রয়েছে জাতীয় পার্টির এমপি। মূলত জেলা জাতীয় পার্টির নেতৃত্বের নেপথ্যে রয়েছেন ওসমান পরিবারের মতো বটবৃক্ষ। এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, আমাদের জাতীয় পার্টির সব অঙ্গসংগঠন কমিটি স্বয়ং সম্পূর্ণ অবস্থায় রয়েছে। তাই আমরা বলতে পারি দেশে যে কোনো জেলার চেয়ে নারায়ণগঞ্জে জাতীয় পার্টি ভিত্তি শক্তিশালী ও সুদৃঢ়।

সর্বশেষ খবর