শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দুই দিন পর সচল খাতুনগঞ্জ

পুলিশি নজরদারিতে মাসুদ খুনে জড়িতরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জের অচলাবস্থার অবসান হয়েছে। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। ফলে দুুই দিন পর সচল হয়েছে দেশের অন্যতম এ বাজার।

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘প্রশাসনের আশ্বাসের পর গতকাল সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ফলে দুই দিন বন্ধ থাকার পর সচল হয়েছে খাতুনগঞ্জ। গতকাল স্বাভাবিক ছিল কেনাবেচা।’ এদিকে খাতুনগঞ্জের শ্রমিক মো. মাসুদ খুনে জড়িতরা এখন রয়েছেন পুলিশি জালে। যেকোনো সময় তারা গ্রেফতার হতে পারেন এমন দাবি পুলিশের। কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর  বলেন, ‘এ খুনের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনই এখন আমাদের নজরদারিতে রয়েছেন। তারা যেকোনো সময় গ্রেফতার হতে পারেন।’ প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় খাতুনগঞ্জের চাঁন মিয়া লেনে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন মাসুদ নামে এক শ্রমিক। মঙ্গলবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দিন পণ্য ওঠানামা বন্ধ রাখে শ্রমিকরা। এ সময় কিছু দোকানপাট খোলা থাকলেও খাতুনগঞ্জ ছিল ক্রেতাশূন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর