শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দূষিত পানি পানে দুজনের মৃত্যু, শতাধিক অসুস্থ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী বড় দেওড়া এলাকায় দূষিত পানি পান করে শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গতকাল সকালে বেগম (৬০) ও বাবুল মিয়া (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। অসুস্থদের টঙ্গী সরকারি হাসপাতাল ও মহাখালী কলেরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ অনেক শিশু ও বৃদ্ধকে তাদের নিজ নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসী মিনু মিয়া জানান, বড় দেওড়া হযরত শাহজালাল (র.) রোডের প্রকৌশলী মোসলেম উদ্দিনের গলিতে গত বৃহস্পতিবার দুপুরে ড্রেনের কাজ করার সময় কয়েকটি পানির পাইপ ফেটে যায়। ফেটে যাওয়া পানির পাইপে ড্রেনের ময়লা প্রবেশ করলে পানি দূষিত হয়ে পড়ে। আশপাশের বাসাবাড়ির লোকজন মনের অজান্তে ওইসব পানি পান করায় ওই দিন রাত থেকেই শিশু, যুবক ও বৃদ্ধসহ শতাধিক মানুষের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। পরে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, মহাখালী কলেরা হাসপাতাল, বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। আবার অনেককে নিজ নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী বেগম ও দেওড়া মাইনুদ্দীন মার্কেট এলাকার বাবুল মিয়া মারা যান। তাদের লাশ নিজ নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় চিকিৎসক জালাল আহমেদ বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত ৭০ জনকে টঙ্গী ও মহাখালী কলেরা হাসপাতালে পাঠানো হয়েছে। বাসায় চিকিৎসাধীন অবস্থায় বেগম ও বাবুল মিয়া নামে দুজনের মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা বলেন, দূষিত পানি পানের কারণে তাদের ডায়রিয়া ও বমি হচ্ছে। হাসপাতালে ৩৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর