জেলা বিএনপির সবাই ভেদাভেদ ভুলে তারেক জিয়ার ডাকে আন্দোলনের মাঠে রয়েছেন। সবাইকে বলে দেওয়া হয়েছে আগে আন্দোলনে বিজয়। পরে দ্বন্দ্ব ও নির্বাচন দেখবেন তারেক রহমান। দেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম করেই ঘরে ফিরব। দল দীর্ঘদিন ক্ষমতায় নেই। তবুও এ জেলায় বিএনপির একজন সমর্থকও দল ছেড়ে যায়নি। দলের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে এসব কথা বলেন জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, শেরপুরে বিএনপির তৃণমূল ও সাধারণ মানুষ যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের জন্য প্রস্তুত। আন্দোলন করে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে যে কোনো ত্যাগ স্বীকারে আমারও কোনো দ্বিধা নেই।
রুবেল বলেন, অবৈধ সরকার হঠাতে আন্দোলনে আছি। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তিনটি আসনেই বিএনপির জয় হবে। প্রতিদ্বন্দ্বী কারও কারও জামানত বাজেয়াপ্ত হবে। সরকারি দলের দমন-পীড়ন, অত্যাচার আর দুর্নীতিতে অতিষ্ঠ মানুষ, বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। শুধু সময়ের অপেক্ষা।