আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, দেশে যখন করোনা এলো তখন চতুর কিছু কবিরাজ দেশময় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে- বলেছে, সরকার এবার শেষ; তারা করোনা মোকাবিলা করতে পারবে না। সেসব কবিরাজ এখনো আতঙ্ক তৈরির ব্যর্থ চেষ্টা করছে। মতিয়া চৌধুরী বলেন, এই যুগ অ্যান্টিবায়োটিকের যুগ, রাজনৈতিক অ্যান্টিবায়োটিক দিয়ে শেখ হাসিনা সেই কবিরাজদের ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে দিয়েছেন। তিনি বলেন, তার মানে এই না যে, অঘোর কবিরাজদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, তারা থাকলে, মাঝে মধ্যে আমরা দেখব তারা কী বলেন এবং জনগণকে কোন দিকে পরিচালিত করেন। গতকাল বিকালে সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ। মির্জা আজম এমপি তার বক্তৃতায় বলেন, বিএনপি কয়েকটি সমাবেশ করেছে আর তাতেই মির্জা ফখরুল মনে করছেন তারা ক্ষমতায় এসে গেছেন। তারা জানেন না, তাদের প্রতিহত করার জন্য যুবলীগই যথেষ্ট। তিনি বলেন, আজ আমাদের জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যত লোক হয়েছে, তাদের ১০টি জেলা থেকে আসা লোকের সংখ্যা ততটা ছিল না। ২৬ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে কত লোক সমাগম হয়, বিএনপিকে তিনি দেখার আহ্বান জানান।
শিরোনাম
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে