আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, দেশে যখন করোনা এলো তখন চতুর কিছু কবিরাজ দেশময় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে- বলেছে, সরকার এবার শেষ; তারা করোনা মোকাবিলা করতে পারবে না। সেসব কবিরাজ এখনো আতঙ্ক তৈরির ব্যর্থ চেষ্টা করছে। মতিয়া চৌধুরী বলেন, এই যুগ অ্যান্টিবায়োটিকের যুগ, রাজনৈতিক অ্যান্টিবায়োটিক দিয়ে শেখ হাসিনা সেই কবিরাজদের ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে দিয়েছেন। তিনি বলেন, তার মানে এই না যে, অঘোর কবিরাজদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, তারা থাকলে, মাঝে মধ্যে আমরা দেখব তারা কী বলেন এবং জনগণকে কোন দিকে পরিচালিত করেন। গতকাল বিকালে সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ। মির্জা আজম এমপি তার বক্তৃতায় বলেন, বিএনপি কয়েকটি সমাবেশ করেছে আর তাতেই মির্জা ফখরুল মনে করছেন তারা ক্ষমতায় এসে গেছেন। তারা জানেন না, তাদের প্রতিহত করার জন্য যুবলীগই যথেষ্ট। তিনি বলেন, আজ আমাদের জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যত লোক হয়েছে, তাদের ১০টি জেলা থেকে আসা লোকের সংখ্যা ততটা ছিল না। ২৬ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে কত লোক সমাগম হয়, বিএনপিকে তিনি দেখার আহ্বান জানান।
শিরোনাম
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
জামালপুরে সমাবেশে মতিয়া চৌধুরী
নতুন সেই কবিরাজরা খালি আতঙ্ক সৃষ্টির ব্যর্থ চেষ্টা করছে
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর