আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, দেশে যখন করোনা এলো তখন চতুর কিছু কবিরাজ দেশময় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে- বলেছে, সরকার এবার শেষ; তারা করোনা মোকাবিলা করতে পারবে না। সেসব কবিরাজ এখনো আতঙ্ক তৈরির ব্যর্থ চেষ্টা করছে। মতিয়া চৌধুরী বলেন, এই যুগ অ্যান্টিবায়োটিকের যুগ, রাজনৈতিক অ্যান্টিবায়োটিক দিয়ে শেখ হাসিনা সেই কবিরাজদের ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে দিয়েছেন। তিনি বলেন, তার মানে এই না যে, অঘোর কবিরাজদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, তারা থাকলে, মাঝে মধ্যে আমরা দেখব তারা কী বলেন এবং জনগণকে কোন দিকে পরিচালিত করেন। গতকাল বিকালে সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ। মির্জা আজম এমপি তার বক্তৃতায় বলেন, বিএনপি কয়েকটি সমাবেশ করেছে আর তাতেই মির্জা ফখরুল মনে করছেন তারা ক্ষমতায় এসে গেছেন। তারা জানেন না, তাদের প্রতিহত করার জন্য যুবলীগই যথেষ্ট। তিনি বলেন, আজ আমাদের জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যত লোক হয়েছে, তাদের ১০টি জেলা থেকে আসা লোকের সংখ্যা ততটা ছিল না। ২৬ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে কত লোক সমাগম হয়, বিএনপিকে তিনি দেখার আহ্বান জানান।
শিরোনাম
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
- সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল
- লঙ্কানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল পাকিস্তান
- হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫ অভিযোগ
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
জামালপুরে সমাবেশে মতিয়া চৌধুরী
নতুন সেই কবিরাজরা খালি আতঙ্ক সৃষ্টির ব্যর্থ চেষ্টা করছে
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর