আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, দেশে যখন করোনা এলো তখন চতুর কিছু কবিরাজ দেশময় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে- বলেছে, সরকার এবার শেষ; তারা করোনা মোকাবিলা করতে পারবে না। সেসব কবিরাজ এখনো আতঙ্ক তৈরির ব্যর্থ চেষ্টা করছে। মতিয়া চৌধুরী বলেন, এই যুগ অ্যান্টিবায়োটিকের যুগ, রাজনৈতিক অ্যান্টিবায়োটিক দিয়ে শেখ হাসিনা সেই কবিরাজদের ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে দিয়েছেন। তিনি বলেন, তার মানে এই না যে, অঘোর কবিরাজদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, তারা থাকলে, মাঝে মধ্যে আমরা দেখব তারা কী বলেন এবং জনগণকে কোন দিকে পরিচালিত করেন। গতকাল বিকালে সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ। মির্জা আজম এমপি তার বক্তৃতায় বলেন, বিএনপি কয়েকটি সমাবেশ করেছে আর তাতেই মির্জা ফখরুল মনে করছেন তারা ক্ষমতায় এসে গেছেন। তারা জানেন না, তাদের প্রতিহত করার জন্য যুবলীগই যথেষ্ট। তিনি বলেন, আজ আমাদের জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যত লোক হয়েছে, তাদের ১০টি জেলা থেকে আসা লোকের সংখ্যা ততটা ছিল না। ২৬ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে কত লোক সমাগম হয়, বিএনপিকে তিনি দেখার আহ্বান জানান।
শিরোনাম
- পঞ্চদশ সংশোধনী : লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
জামালপুরে সমাবেশে মতিয়া চৌধুরী
নতুন সেই কবিরাজরা খালি আতঙ্ক সৃষ্টির ব্যর্থ চেষ্টা করছে
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর