রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আগের তুলনায় অনেক শক্তিশালী

------ মুফতি মুহিব্বুল্লাহ

আগের তুলনায় অনেক শক্তিশালী

সিরাজগঞ্জে ইসলামী আন্দোলন যে কোনো সময়ের তুলনায় অনেক শক্তিশালী। দলের সবাই ঐক্যবদ্ধ। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মাহ, মুক্তিযোদ্ধা পরিষদসহ সব সহযোগী সংগঠন মূল দলের নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছে। দলের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনেই প্রার্থী দিয়েছিলাম। প্রতিটি আসনেই দলের প্রার্থীরা দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছিলেন। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা কোথাও দ্বিতীয়, কোথাও তৃতীয় স্থানে ছিলেন। দলের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি রয়েছে। সব সহযোগী সংগঠনেরও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি রয়েছে। জেলায় জনসমর্থন দিন দিন বাড়ছে। ছয়টি আসনেই প্রার্থী দেব। সুষ্ঠু নির্বাচন হলে দুটিতে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, সিরাজগঞ্জ সদর ও বেলকুচি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মুফতি মুহিব্বুল্লাহ বলেন, আন্দোলন করতে গিয়ে সিরাজগঞ্জে ২০-২২টি মামলার শিকার হয়েছি। নেতা-কর্মীরা জেল-জুলুমসহ বিভিন্নভাবে হয়রান হচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর