বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সংঘর্ষের পর পুরুষশূন্য গ্রাম

প্রতিদিন ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপা ও সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ আটক করতে পারেনি কাউকে। শৈলকুপায় ঘটনার পর বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুট হয়েছে। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রাম। বাড়ানো হয়েছে পুলিশি টহল।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাইদ বিশ্বাস নিহতের ২৪ ঘণ্টা পার হলেও মামলা হয়নি। পুলিশের বরাতে সুনামগঞ্জ প্রতিনিধি জানান, দিরাইয়ে সংঘর্ষের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। আটক করা হয়নি কাউকে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। থানায় কেউ অভিযোগ করেনি। এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সোমবার দুপুরে দিরাইয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়। এতে আহত হয়ে এক আওয়ামী লীগ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মঞ্চে ওঠা নিয়ে সাবেক পৌর মেয়র মোশারফ মিয়া ও প্রদীপ রায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সর্বশেষ খবর