বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জাতীয় পার্টি সব সময়ই নির্বাচনমুখী

------ নুরুল আমিন সিকদার ভুট্টো

জাতীয় পার্টি সব সময়ই নির্বাচনমুখী

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সিকদার ভুট্টো বলেছেন, কেন্দ্র থেকে আগামী ৩ ডিসেম্বর কক্সবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সম্মেলনের মধ্য দিয়ে কক্সবাজার জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে উৎফুল্লতা দেখা দিয়েছে। জেলা জাতীয় পার্টি কিছুটা অগোছালো থাকলেও সম্মেলনের মধ্য দিয়ে গুছিয়ে উঠতে কাজ করা হচ্ছে। দলকে সংগঠিত ও শক্তিশালী করতে নেতারা যথেষ্ট তৎপর। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। নুরুল আমিন সিকদার ভুট্টো বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি কক্সবাজারের চারটি আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে কক্সবাজারের চারটি আসনেই যাতে দল ভালো করতে পারে সে লক্ষ্যে নেতারা কাজ করছেন। তিনি বলেন, ‘২০১৪ সালে দশম জাতীয় নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। আগামীতে যদি জোটগতভাবে নির্বাচন হয় সে ক্ষেত্রে কক্সবাজারে আমরা তিনটি আসন প্রত্যাশা করি। এর মধ্যে আমরা কেন্দ্রীয়ভাবে গ্রিন সিগনাল পেয়েছি চকরিয়া-পেকুয়া ও উখিয়া-টেকনাফ আসন জাতীয় পার্টির জন্য বরাদ্দ রাখা হবে। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।’ নুরুল আমিন সিকদার ভুট্টো বলেন, জাতীয় পার্টি সব সময়ই নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী দল। জাতীয় পার্টি কোনো দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচনে যাবে, নাকি এককভাবে নির্বাচনে যাবে, সেটি কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সর্বশেষ খবর