শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

তিনটি আসনেই একক প্রার্থী দেবে জাতীয় পার্টি

--------- মোতাহের হোসেন চৌধুরী রাশেদ

তিনটি আসনেই একক প্রার্থী দেবে জাতীয় পার্টি

জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ বলেছেন, অতীতের তুলনায় ফেনীতে জাতীয় পার্টি এখন অনেক শক্তিশালী। দীর্ঘ ১৫ বছর পর আমরা জেলার ছয়টি উপজেলায়     কাউন্সিলের মাধ্যমে কমিটি করে জেলা কমিটি করেছি। দলকে চাঙা রাখতে কর্মীদের অভিব্যক্তি জানতে মাঠ চষে বেড়াচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। মোতাহের হোসেন চৌধুরী রাশেদ বলেন, আগামী সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনেই নির্বাচন করার মতো শক্তি-সামর্থ্য জেলা জাতীয় পার্টির রয়েছে। জেনারেল মাসুদের নেতৃত্বে ফেনী জেলা জাতীয় পার্টি একমঞ্চে আছে ও থাকবে। আমরা সবসময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আগামী নির্বাচনে জেলার তিনটি আসনেই আমরা একক প্রার্থী দেব ইনশা আল্লাহ। তিনি বলেন, ফেনীতে অতীতেও জাতীয় পার্টির ভালো অবস্থান ছিল, বর্তমানে এর চেয়ে ভালো অবস্থান রয়েছে। জাতীয় পার্টির আমলে ফেনীর অনেক উন্নয়ন হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ফেনীকে মহকুমা থেকে জেলায় রূপান্তর করেছেন। দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী সেচ প্রকল্প করেছেন। ফেনীর মুহুরী নদীর বাঁধ নির্মাণ করেছেন। এসব কারণে ফেনীর কৃষক অনেক সুফল পাচ্ছেন। ফেনীর উন্নয়নে তিনি অনেক কাজ করেছেন। তাই ফেনীর মানুষ জাতীয় পার্টিকে, এরশাদের লাঙ্গলকে নিরাশ করবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর