বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

বিশ্বে প্রতি ১১ মিনিটে এক নারী খুন স্বজনের হাতে : জাতিসংঘ

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতেই খুন হচ্ছেন অধিকাংশ নারী। সারা বিশ্বে প্রতি ১১ মিনিটে একজন নারী তার পরিচিতদের হাতে খুন হচ্ছেন।’ সূত্র : রয়টার্স

নারীদের বিরুদ্ধে হিংসা দূর করতে প্রতি বছর ২৫ নভেম্বর আন্তর্জাতিক দিবস পালন করা হয়, তার আগে গত মঙ্গলবার এক বিবৃতিতে উপরোক্ত কথা বলেন গুতেরেস। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, নারী এবং  মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। এ ঘটনা বেড়েই চলেছে। এটা বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ। প্রত্যেক দেশের সরকারের উচিত- এই জঘন্য অপরাধের কঠোর শাস্তির ব্যবস্থা করা। গুতেরেস বলেন, করোনা-পরবর্তী সময়ে মানুষের মধ্যে নানা কারণে দুশ্চিন্তা বেড়েছে। এ পরিস্থিতিতে সংসারে বা প্রিয়জনের সঙ্গে অশান্তির সৃষ্টি হয়। এ ঘটনায় নারীরা শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হন। পরিচিত মানুষ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমেও নারীদের হেনস্তা করা হচ্ছে। তিনি বলেন, এসব সমস্যার সমাধান করতে সরকারগুলোকে উদ্যোগী হতে হবে। নারীদের সুরক্ষার জন্য বাজেট বাড়াতে হবে। সেই সঙ্গে তৃণমূল পর্যায় থেকে মানুষের মধ্যে নারী-বিদ্বেষের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। নারী অধিকার নিশ্চিত করতে নারী অধিকার সংগঠন ও আন্দোলনের জন্য ৫০ শতাংশ তহবিল বাড়াতে হবে। দেশের আইনের প্রয়োগ, নারীদের বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, অতীত ইতিহাস অনুযায়ী নারীদের প্রতি ব্যাপক নির্যাতন করা হতো। এখন সময় এসেছে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার। বিশ্বে অদূর ভবিষ্যতে দুর্যোগের ঘন কালো মেঘ নেমে আসছে, তার থেকে রক্ষা পেতে নারীর মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর