রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জাতীয় পার্টি রাজনীতি করে চলেছে স্বকীয়তায়

------- এম আর মাসুদ

জাতীয় পার্টি রাজনীতি করে চলেছে স্বকীয়তায়

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম আর মাসুদ একান্ত আলাপচারিতায় বলেন, ‘জাতীয় পার্টি পল্লীবন্ধু এরশাদের আদর্শ বুকে ধারণ করে নিজস্ব স্বকীয়তায় রাজনীতি করছে। অন্য দুই দল (আওয়ামী লীগ ও বিএনপি) ক্ষমতার চাকচিক্যের রাজনীতি করছে। অন্য দলের সঙ্গে জাতীয় পার্টির কোনো তুলনা হবে না। লক্ষ্মীপুরে জাতীয় পার্টির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সাংগঠনিক অবস্থা খুবই ভালো। জেলার সব উপজেলা, থানা ও পৌর কমিটি রয়েছে জাতীয় পার্টির। দ্রুতই জেলা সম্মেলনের প্রস্তুতি নেওয়াসহ ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিগুলো গঠন চলমান প্রক্রিয়ায় রয়েছে। আগামী সংসদ নির্বাচনের জন্যও প্রস্তুতি চলছে। সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। বিএনপি ও আওয়ামী লীগ একদল জিতলে অন্যদল নিশ্চিহ্ন হওয়ার ভয় আছে। নেতিবাচক এ রাজনীতি থেকে মানুষ বের হয়ে আসতে চায়। বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে এবং গুণগত পরিবর্তনের জন্য মানুষ জাতীয় পার্টির প্রতি আকৃষ্ট বলে মন্তব্য করেন তিনি। সুষ্ঠু ভোট হলে জাতীয়পার্টি জেলার চারটি আসনেই কঠোর প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দলটির জেলা শাখার শীর্ষ এ নেতা।

সর্বশেষ খবর