রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কাল

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। রীতি অনুযায়ী সোমবার সকালে শিক্ষামন্ত্রী ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দুপুর ১২টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। এ ছাড়া মোবাইলে মেসেজ পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর-স্পেস রোল নম্বর-স্পেস পাসের সাল লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি ও বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১ অক্টোবর তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা চলে ১০ অক্টোবর পর্যন্ত। দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানে অংশ নেওয়া মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী এ ফলাফলের অপেক্ষায় রয়েছে।

 

সর্বশেষ খবর