শিরোনাম
সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মঞ্চে সেই হিংস্রতার চিত্র

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চে সেই হিংস্রতার চিত্র

নাটকের দল  থিয়েটার ৫২ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে তাদের নিয়মিত প্রযোজনার নাটক ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। বদরুজ্জামান  আলমগীর রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন জয়িতা মহলানবীশ। 

বাংলার মিথ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মিথস্ক্রিয়া ঘটেছে এই নাটকে। নাটকটি একটি যুদ্ধশিশুকে কেন্দ্র করে এগিয়ে যায়। বাকি চরিত্রগুলো বাংলার গ্রাম ও সংস্কৃতির বাহক কাজ করে। এখানে পাকিস্তানি ও রাজাকারদের হিংস্রতার চিত্র তুলে ধরা হয়। অন্যদিকে, স্বাধীনতার পরবর্তী অবস্থাও দেখানো হয়। যা এখনো এই সমাজে ও সময়ের সঙ্গে মিল রয়েছে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রুবাইয়া মঞ্জুর, মো. নজরুল ইসলাম, সুরভী রায়, আদিব মজলিশ খান, আরিয়ান শাকিল, মোসাম্মৎ সুমা, মো. তাসনিম হোসাইন, এস. এম. আবদুল্লা রিফাত, মোহাম্মদ নাদিম হাসান, বনানী সাহা, মো. শিবলী সাদিক, জেকি আক্তার, মরিয়ম আক্তার, অপূর্ব রায়, মো. রবিউল ইসলাম, দেবজ্যোতি রায় বিশাল, অপু রায়, হাকিম হাসান সানি প্রমুখ।

সর্বশেষ খবর