সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নেতা-কর্মীরা রাজপথে

------- সৈয়দ ইফতেখার আলী

ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নেতা-কর্মীরা রাজপথে

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেছেন, বর্তমান সরকার জনস্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছে। ভয় ভীতির ঊর্ধ্বে থেকে দলীয় নেতা-কর্মীরা রাজপথে থেকে মিছিল-মিটিং, সভা-সমাবেশসহ সব কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিএনপি ও সব অঙ্গ ও সহযোগী সংগঠন মাঠে আছে। জেলা বিএনপিতে দ্বন্দ্ব আছে, তবে প্রকট নয়। ভুল বোঝাবুঝি আছে। এসব নিরসন হলে সব ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হবে। বাংলাদেশ প্রতিদিনের সাক্ষাতকারে তিনি বলেন, সাতক্ষীরার নয়টি সাংগঠনিক ইউনিটে বিএনপির অবস্থান বেশ শক্তিশালী। আহ্বায়ক কমিটি দিয়ে চলছে দলের কার্যক্রম। সাতক্ষীরা সদর, সাতক্ষীরা পৌরসভা, দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ এই পাঁচ ইউনিটে কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে মানুষের ভোট ও সব মৌলিক অধিকার নিশ্চিত করবে বিএনপি। সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই বিএনপি এককভাবে নির্বাচন করবে। তবে জোটগত নির্বাচনের সিদ্ধান্ত কেন্দ্র থেকে এলে তা মেনে নিয়ে জেলা বিএনপি কাজ করবে।

সর্বশেষ খবর