সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পাথরের সঙ্গে বোমা, বিস্ফোরণে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভারত থেকে আমদানি করা পাথরের সঙ্গে আসা বিস্ফোরকভর্তি ‘খেলনাসদৃশ’ বোমা বিস্ফোরিত হয়ে সিলেটের গোয়াইনঘাটে ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত ৭টার দিকে মোহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জুয়েল মিয়া, সে ওই গ্রামের ময়না মিয়ার ছেলে।

পুলিশ ও জুয়েলের পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে পাথর ভাঙার কাজ করতে গিয়ে তার জড়ানো  ‘খেলনাসদৃশ’ ওই বস্তুটি পেয়েছিলেন জ্যোৎস্না বেগম। ছেলে খেলবে, এই ভেবে সেটি তিনি বাড়িতে নিয়ে আসেন। এরপর খেলতে গেলে এটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। পাথর শ্রমিকদের বরাত দিয়ে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, ভারত থেকে আমদানিকৃত পাথরের সঙ্গে প্রায়ই বিস্ফোরকজাতীয় বস্তু চলে আসে। যেগুলো ভারতে পাথর ভাঙার কাজে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, এমন কোনো একটি বিস্ফোরিত হয়ে শিশুটি মারা গেছে।

 

সর্বশেষ খবর