সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাবেরুল ইসলাম মনা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত শরিফুল ইসলাম সাদ্দাম (৩৫) উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামের আছির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও বিজেপি সূত্রে জানা গেছে, রবিবার ভোর রাত ৪টার দিকে  লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গেন্দুকুড়ি সীমান্তের পিলার নম্বর ৯০১ সংলগ্ন জিরো লাইন হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে মো. শরিফুল ইসলাম সাদ্দামসহ ৬-৭ জন গরু চোর কারবারি গরু আনার উদ্দেশে ভারতে প্রবেশ করলে ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বড় মরিচা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে শারীরিক নির্যাতন করে ও হাত-পা ভেঙে দেয়। পরবর্তীতে বাংলাদেশ সীমান্ত শূন্য রেখায় তাকে ফেলে চলে যায়। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিএসএফকে জানিয়েছি, বিএসএফের পক্ষ থেকে এখনো দায় স্বীকার করেনি। আসলে কীভাবে সে মারা গেল তার সঠিক কারণ আমরা জানার চেষ্টা করছি। বিকালে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক রয়েছে।

সর্বশেষ খবর