সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ছাত্রলীগের সম্মেলন দুই দিন এগিয়ে ৬ ডিসেম্বর নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৮ ডিসেম্বর থেকে দুই দিন এগিয়ে ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির                সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সংসদ ভবন এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর বিএনপি যেন সুষ্ঠুভাবে ঢাকায় সমাবেশ করতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখ নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি করতে চাইছে না। সে কারণে আগামী ৮-৯ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও তা এগিয়ে আনা হয়েছে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আওয়ামী লীগ এতে কোনো ধরনের বাধা দেবে না। তবে সন্ত্রাস-নাশকতা করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। এর আগে গত ৪ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের সিদ্ধান্ত হয়। তবে সেই তারিখ পিছিয়ে দেশের বৃহত্তম এই ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন ৮ ডিসেম্বর করার জন্য নির্ধারণ করা হয়। এবার সেই তারিখ দুই দিন এগিয়ে এনে ৬ ডিসেম্বর হবে ছাত্রলীগের সম্মেলন । উল্লেখ্য, ২০১৮ সালের ১১ ও ১২ মে ছাত্রলীগের সর্বশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয়। ওই সম্মেলনের আড়াই মাস পর ৩১ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজওয়ানুল হক চৌধুরী শোভন সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করেন।  চাঁদাবাজির অভিযোগে সমালোচনার মুখে থাকা অবস্থায় ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের নেতৃত্ব হারান শোভন ও রাব্বানী।

সর্বশেষ খবর