সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চাঁপাইয়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে লাভবান কৃষক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইয়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে লাভবান কৃষক

চাঁপাইনবাবগঞ্জে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে লাভবান হচ্ছে কৃষক। মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতির নাম হচ্ছে মালচিং। বিভিন্ন ধরনের বস্তু দিয়ে যখন গাছপালার গোড়া, সবজি খেত ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেওয়া হয় তখন তাকে মালচিং পদ্ধতি বলা হয়। এ পদ্ধতিতে সবজি চাষ করলে উপকারী পোকামাকড়, মাছ, ব্যাঙ, পাখি, গুইসাপ প্রভৃতি সংরক্ষণ করা সম্ভব হবে। কৃষি বিভাগের মতে, বাংলাদেশের ৪৯২ উপজেলার মধ্যে ২০টিতে মালচিং পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে সবজি চাষ হচ্ছে। এ পদ্ধতিটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চলমান রয়েছে। উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর, সাহাপুর কালন, বিলগুলদাহাসহ বেশ কয়েকটি মৌজায় এ পদ্ধতিতে সবজি চাষ হচ্ছে। এতে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি ভোক্তারাও কীটনাশকমুক্ত সবজি পাচ্ছেন। এ পদ্ধতিতে জৈবসার প্রয়োগ করে সবজি চাষ করা হয়। গোমস্তাপুরের আলমপুর মৌজায় মালচিং পদ্ধতিতে চাষ করা সুমন মিয়া নামে এক কৃষক জানান, মালচিং পদ্ধতিতে এবার তিনি ৭ কাঠা জমিতে ২০ হাজার টাকা খরচ করে শসা চাষ করছেন। এ পদ্ধতিতে চাষ করলে গাছের পাশে ঘাস জন্মায় না, তা ছাড়া সবজিতে পোকামাকড়েরও তেমন আক্রমণ হয় না। এ পদ্ধতিতে সবজি চাষ করে বেশ লাভবান হয়েছেন বলেও জানান তিনি। অন্য কৃষক তোজাম্মেল হক জানান, এবার মালচিং পদ্ধতিতে শসা প্রথম চাষ করেছেন। নতুন মালচিং পদ্ধতির মাধ্যমে ১৫ কাঠা জমিতে প্রায় ২৮ হাজার টাকা খরচ করে আশা করছেন প্রায় ১ লাখ টাকা আয় করতে পারবেন তিনি।

সর্বশেষ খবর