বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও হত্যা

জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ, অভিযানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল কেরানীগঞ্জের কলাতিয়ার আহাদীপুর, রনজিতপুর ও সাদল্লাপুর এলাকার কয়েক শ মানুষ দফায় দফায় বিক্ষোভ করেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকা থেকে দগ্ধ অবস্থায় বাকপ্রতিবন্ধী ওই নারীকে (৩৫) উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ওই নারীর বড় ভাই স্বপন সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। পুলিশ সূত্র জানিয়েছে, স্থানীয় মুদি দোকানি বাবুল বাকপ্রতিবন্ধী ওই নারীর সঙ্গে মাঝেমধ্যে ইশারায় কথা বলতেন। গত সোমবার বিকালে সুযোগ বুঝে বাবুল, ট্রাকচালক সুজন মিয়াসহ কয়েকজন ওই নারীকে অপহরণ করে সিএনজিযোগে অন্যত্র নিয়ে যান। গতকাল ওই নারীর বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা কান্নাকাটি করছেন। নিহত নারীর ছোট বোন বলেন, ‘আমার বোন কোনো দোষ করেনি। সে বাকপ্রতিবন্ধী হওয়ায় দুর্বলতার সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে আমার বোনকে অপহরণ করে। পরে তাকে কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করে।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, এ ঘটনায় কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর