কুমিল্লা জেলা আওয়ামী লীগের সম্মেলন টাউন হলের উন্মুক্ত খোলা মাঠে হওয়া উচিত। কুমিল্লায় বিএনপি যে জনসভা করেছে, সেটাকে ঢেকে দেওয়া সম্ভব ছিল জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে। এ মুহূর্তে এমনটা হবে আমি আশা করেছিলাম। জননেতা ওবায়দুল কাদের সম্মেলন টাউন হলে করার নির্দেশও দিয়েছিলেন। কিন্তু জেলা আওয়ামী লীগ নেতারা সম্ভবত স্বাচ্ছন্দ্য বোধ করেননি। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা আওয়ামী লীগ কমিটি সম্পূর্ণভাবে উপজেলা আওয়ামী লীগ কর্মসূচি নির্ভর সংগঠনে পরিণত হয়ে গেছে। এদের দায়সারা গোছের কিছু দিবস পালন ছাড়া কোনো কাজকর্ম নেই। শোনা যাচ্ছে, সম্মেলন নাকি বাগমারা গ্রামের একটি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। যা শুনে আমি বিস্মিত, হতবাক ও ব্যথিত হয়েছি। ‘টাউন হল মাঠে সব উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের পাশাপাশি কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীরা উপস্থিত থাকলে অনেক বড় ও সুশৃঙ্খল সমাবেশ হতে পারত। মহানগর আওয়ামী লীগের সঙ্গে জেলা আওয়ামী লীগের কোনো দূরত্ব থাকার যৌক্তিক কোনো কারণ নেই। থাকলেও তা কথা বলে সমাধান করে নেওয়া অসম্ভব নয়। দেশে যেহেতু রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, তাই আওয়ামী লীগেরও উচিত নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে যুগপৎ কর্মসূচি পালন করা। আগামী ৮ ডিসেম্বর সম্মেলন, তার মানে এখনো যথেষ্ট সময় আছে- জেলা আওয়ামী লীগ আন্তরিক হলে জেলার প্রাণকেন্দ্র কুমিল্লা টাউন হল মাঠে সম্মেলন করা সম্ভব। প্রয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক একত্রে বসে সিদ্ধান্ত গ্রহণ করুক সম্মেলনটি টাউন হল মাঠে প্যান্ডেল না করে উন্মুক্ত জনসভার মতো করে করা- এই সময়ে খুবই দরকার। জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক যারা আছেন তারাই থাকুক কিন্তু সমাবেশটি টাউন হল মাঠে অনুষ্ঠিত হোক। লেখক : সদস্য, তথ্য ও গবেষণা উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।
শিরোনাম
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০
- টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বৃন্দাবনে কোহলি
- পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
- প্রথম সরকারি সফরে সৌদিতে ট্রাম্প, স্বাগত জানালেন সালমান
- চার দিনের রিমান্ডে মমতাজ
- স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, দম্পতিকে কুপিয়ে মালামাল লুট
- আইপিএল ফেরার দিনই শুরু হচ্ছে পিএসএল
- ‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিল
- ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না : অর্থ উপদেষ্টা
- নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
- মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহারণের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- ক্লাব বিশ্বকাপ: নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক!
- মোহাম্মদপুরে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৬
- সহায়তা পেতে সেনা ক্যাম্পের হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ