কুমিল্লা জেলা আওয়ামী লীগের সম্মেলন টাউন হলের উন্মুক্ত খোলা মাঠে হওয়া উচিত। কুমিল্লায় বিএনপি যে জনসভা করেছে, সেটাকে ঢেকে দেওয়া সম্ভব ছিল জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে। এ মুহূর্তে এমনটা হবে আমি আশা করেছিলাম। জননেতা ওবায়দুল কাদের সম্মেলন টাউন হলে করার নির্দেশও দিয়েছিলেন। কিন্তু জেলা আওয়ামী লীগ নেতারা সম্ভবত স্বাচ্ছন্দ্য বোধ করেননি। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা আওয়ামী লীগ কমিটি সম্পূর্ণভাবে উপজেলা আওয়ামী লীগ কর্মসূচি নির্ভর সংগঠনে পরিণত হয়ে গেছে। এদের দায়সারা গোছের কিছু দিবস পালন ছাড়া কোনো কাজকর্ম নেই। শোনা যাচ্ছে, সম্মেলন নাকি বাগমারা গ্রামের একটি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। যা শুনে আমি বিস্মিত, হতবাক ও ব্যথিত হয়েছি। ‘টাউন হল মাঠে সব উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের পাশাপাশি কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীরা উপস্থিত থাকলে অনেক বড় ও সুশৃঙ্খল সমাবেশ হতে পারত। মহানগর আওয়ামী লীগের সঙ্গে জেলা আওয়ামী লীগের কোনো দূরত্ব থাকার যৌক্তিক কোনো কারণ নেই। থাকলেও তা কথা বলে সমাধান করে নেওয়া অসম্ভব নয়। দেশে যেহেতু রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, তাই আওয়ামী লীগেরও উচিত নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে যুগপৎ কর্মসূচি পালন করা। আগামী ৮ ডিসেম্বর সম্মেলন, তার মানে এখনো যথেষ্ট সময় আছে- জেলা আওয়ামী লীগ আন্তরিক হলে জেলার প্রাণকেন্দ্র কুমিল্লা টাউন হল মাঠে সম্মেলন করা সম্ভব। প্রয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক একত্রে বসে সিদ্ধান্ত গ্রহণ করুক সম্মেলনটি টাউন হল মাঠে প্যান্ডেল না করে উন্মুক্ত জনসভার মতো করে করা- এই সময়ে খুবই দরকার। জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক যারা আছেন তারাই থাকুক কিন্তু সমাবেশটি টাউন হল মাঠে অনুষ্ঠিত হোক। লেখক : সদস্য, তথ্য ও গবেষণা উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।
শিরোনাম
- ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
কুমিল্লা আওয়ামী লীগের সম্মেলন টাউন হল মাঠে হওয়া উচিত
অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর