শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে কৃষকের আত্মহত্যা

মাদারীপুর প্রতিনিধি

বছর তিনেক আগের কথা। কৃৃষি জমিতে চাষ করার জন্য সুদের কারবারি থেকে সুদে ৫ হাজার টাকা এনেছিলেন তিনি। তিন বছর পরে সেই সুদে আনা ৫ হাজার টাকার জায়গায় ৫ লাখ দাবি করে দুই বিঘা জমি দখল করেছেন ওই সুদ কারবারি। মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। গতকাল সকালে বাড়ির পাশের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। মারা যাওয়া ওই ব্যক্তির নাম বাবুল মল্লিক (৪৫)। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের চিত্তর মোড় এলাকার রসরাজ মল্লিকের ছেলে। পরিবারে তার স্ত্রী, ১৫ বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনায় বাবুল মল্লিকের পরিবার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবুল মল্লিক বছর তিনেক আগে উপজেলার একই ইউনিয়নের হাকাই শিকদারের ছেলে লিটন শিকদারের (৩৫) কাছ থেকে একটি খালি স্টাম্পে স্বাক্ষর করে ৫ হাজার টাকা সুদে নিয়েছিলেন। বাবুল গরিব কৃষক হওয়ায় টাকা পরিশোধ করতে পারেননি। টাকা না পেয়ে সম্প্রতি সেই খালি স্ট্যাম্পে ৫ হাজার টাকার জায়গায় ৫ লাখ টাকা বসিয়ে বাবুল মল্লিকের দুই বিঘা কৃষিজমি দখল করেন লিটন শিকদার। এতে মানসিকভাবে ভেঙে পড়েন বাবুল। পরে গতকাল ভোর রাতে নিজ বাড়ির পাশে থাকা একটি আম গাছের ডালের গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। বাবুল মল্লিকের স্ত্রী বুলবুলি মল্লিক বলেন, ‘অভাবে পড়ে লিটন শিকদারের কাছ থেকে টাকা সুদে নিয়েছিলেন আমার স্বামী। এদিকে, এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত লিটন শিকদার। মুঠোফোনে একাধিকবার কল করেও তার সাড়া পাওয়া যায়নি। নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, কী কারণে তিনি মারা গেছেন জানতে পারিনি।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগর ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর