রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

খেলা নিয়ে যত খুনোখুনি

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে পিটিয়ে হত্যা - বাগেরহাটে কিশোরকে ছুরিকাঘাতে খুন

প্রতিদিন ডেস্ক

হবিগঞ্জের বাহুবলে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক কিশোরের বাবাকে পিটিয়ে এবং বাগেরহাটের মোরেলগঞ্জে ব্রাজিল সমর্থক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হবিগঞ্জের ঘটনায় কাউকে আটক করতে না পারলেও বাগেরহাটে অভিযুক্ত বাকপ্রতিবন্ধী যুবককে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি স্থানীয় লোকজনের বরাতে জানান, শুক্রবার রাতে ব্রাজিলের খেলা চলাকালীন বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামের আবদুস শহীদের (৫০) ছেলে আর্জেন্টিনা সমর্থক রুখন মিয়ার (১৭) সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার (১৮) বাগ্বিত-া হয়। পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। এরপরও গতকাল সকালে কিশোর রুখন মিয়ার বাবা আবদুস শহীদকে একা পেয়ে বেধড়ক মারপিট করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের খেলা নিয়ে বাগ্বিত-ার জেরে এ হত্যাকা- সংঘটিত হয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

এদিকে বাগেরহাট প্রতিনিধি জেলার মোরেলগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৪) নামে ব্রাজিলের এক সমর্থক নিহত হওয়ার খবর দিয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালি গ্রামের সমাদ্দার বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্রাজিল-সমর্থক টুটুল হাওলাদার গুলিশাখালি গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে। লাশের ময়নাতদন্ত গতকাল দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে। এদিকে গতকাল বিকালে পাশর্^বর্তী মোংলা উপজেলার কচুবুনিয়া গ্রাম থেকে অভিযুক্ত বাকপ্রতিবন্ধী রুবেল সমাদ্দারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, শুক্রবার রাতে ম্যাচ চলাকালে উপজেলার  মিশনবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালি গ্রামের সমাদ্দার বাজারে একই এলাকার আলমগীর সমাদ্দারের ছেলে বাকপ্রতিবন্ধী রুবেল সমাদ্দারের সঙ্গে ব্রাজিল সমর্থক টুটুল হাওলাদারের কথাকাটাকাটি হয়। রাত সাড়ে ১০টার দিকে রুবেল সমাদ্দার টুটুল হাওলাদারের গলায় ছুরিকাঘাত করে। তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা তাকে মৃত ঘোষণা করেন। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলিশাখালি এলাকায় রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অভিযুক্ত রুবেল সমাদ্দারকে গতকাল বিকালে পাশর্^বর্তী মোংলা উপজেলার কচুবুনিয়া গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছে। নিহতের বাবা আবদুল বারেক হাওলাদার বাদী হয়ে রুবেল সমাদ্দারকে আসামি করে থানায় মামলা করেছেন। উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে টুটুলের মৃত্যু হয়েছে।

সাভার (ঢাকা) : শুক্রবার রাতে ক্রোয়েশিয়া ফুটবল দলের কাছে ব্রাজিলের পরাজয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঢাকার সাভারে হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। রাত ১২টার দিকে খেলা শেষে পৌর এলাকার ডগরমোড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাসানের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৈলানপুর গ্রামে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর