মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
আমেজ কম উপনির্বাচনে

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ১০ প্রার্থী মাঠে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ১০ প্রার্থী মাঠে

চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের ১০ প্রার্থী মাঠে নেমেছেন। তাদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আটজন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দুজন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের আট প্রার্থী হলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সৈকত জোয়ার্দ্দার, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা, সাবেক ভোলাহাট উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সামাদ ও কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক কামরুল হাসান লিংকন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ মাঠে রয়েছেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানীও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ঠাকুরগাঁও- আসনে মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগের সাত নেতা : ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের সাত নেতা শুরু করেছেন দৌড়ঝাঁপ। তারা হলেন- পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা জাহান লিটা, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রবিউল ইসলাম রবি, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়। অন্যদিকে দলীয় সিদ্ধান্ত পেলে জাতীয় পার্টি থেকে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ এ উপনির্বাচনে অংশ নেবেন বলে জানান।

ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী ও রানীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম উপনির্বাচনে প্রার্থী হতে চান। জাসদ (ইনু) থেকে এ আসনে উপনির্বাচনে অংশ নিতে চান সিনিয়র সাংবাদিক দীপেন্দ্র নাথ রায়।

সর্বশেষ খবর