বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

লালমনিরহাটে সংঘর্ষে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

জেলার পাটগ্রামে মসজিদ নির্মাণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমিটির সভাপতির মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বুধবার (২১ ডিসেম্বর) পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের উফারামারা গ্রামে মসজিদ পুনর্নির্মাণ নিয়ে সংঘর্ষে মসজিদ কমিটির সভাপতি অলিয়ার রহমান (৭০) আহত হন। মাথায় লোহার রডের আঘাতে গুরুতর আহত হয়ে সাতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা গেছে, গত সোমবার এশার নামাজ শেষে মসজিদ ও নির্মাণ কমিটির সভা হয়। ২১ ডিসেম্বর সকালে বেজ ঢালাইয়ের খাল খননসহ অন্যান্য কাজ করতে থাকেন নির্মাণ শ্রমিকরা। এ সময় পুরাতন মসজিদের জমিদাতা হামিদুল ইসলাম (৫৫), ফরিদুল ইসলাম (৩৩) ও জাহিদুল ইসলাম (৩০) কাজে বাধা দেন। মসজিদ কমিটির সভাপতি অলিয়ার রহমান তার ছেলে আবু আলম ও শাহ আলমসহ অন্যান্য মুসল্লি বাধার কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের একজন লোহার রড দিয়ে মসজিদ কমিটির সভাপতির মাথায় সজোরে আঘাত করে। এ সময় সভাপতি অলিয়ারের ছেলে আবু আলম ও শাহ আলম এগিয়ে এলে তাদেরও মারপিট করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা অলিয়ার ও তার ছেলে আবু আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।  পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় অলিয়ার রহমানের ছেলে শাহ আলম বাদী হয়ে ওই দিন থানায় নয়জনের বিরুদ্ধে অভিযোগ দিলে অভিযুক্ত হামিদুল ইসলামের স্ত্রী আঞ্জু বেগমকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর