শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

১৫০ কেজি ওজনের শাপলাপাতা মাছসহ একজন আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় ১৫০ কেজি অবৈধ শাপলাপাতা মাছসহ কবির নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক কবির পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের আবুল বাশারের  ছেলে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার জানান, চরলাঠিমারা থেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়ক হয়ে ইঞ্জিলচালিত টমটমে শাপলা পাতা নিয়ে যাবে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অপেক্ষা করা হয়। সকাল ৮টার দিকে টমটম থামিয়ে ১৫০ কেজি শাপলা পাতা মাছসহ কবির নামে একজনকে আটক করা হয়। পরে আটক কবিরকে পাথরঘাটা বন বিভাগের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং জব্দ করা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, শাপলা পাতা মাছ খেলে ক্যান্সার, হার্ট, কিডনি ও লিভারের ক্ষতি,  ডেমেনশিয়া (স্মৃতিভ্রম), হরমোনের ভারসাম্যহীনতা ও অন্তঃসত্ত্ব¡াদের ক্ষেত্রে রক্তক্ষরণ হতে পারে। এ ছাড়া মাছটির লেজের কাঁটা খুব বিষাক্ত। এর আঘাতে মানবদেহে ক্ষত হলে বমি ভাব, দুর্বলতা দেখা দিতে পারে। এমনকি অজ্ঞানও হতে পারে। ২০০৬ সালে স্টিংরে বা শাপলা পাতা মাছ নিয়ে ডকুমেন্টারি করার সময় এ মাছের আঘাতেই মৃত্যু হয় বিখ্যাত কুমির শিকারি ও অস্ট্রেলিয়ান প্রকৃতিবিজ্ঞানী স্টিভ আরউইনের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর