সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টাকা লেনদেন নিয়ে গুলি গুলশানে, আহত পথচারী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-১ ডিসিসি মার্কেটের গলিতে টাকার লেনদেনকে কেন্দ্র করে চার রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। তারা হলেন- আব্দুল ওয়াহিদ মিন্টু ও আরিফ। গতকাল বিকাল ৪টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেট ও গ্লোরিয়া জিন্স কফিসের মধ্যকার গলিতে গুলির ঘটনা ঘটে। ডিএমপির গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) মো. মোরশেদ আলম জানায়, মিণ্টু নামে এক ব্যক্তি গুলি করেন। এ ঘটনায় একজন পথচারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুলির ঘটনায় মিণ্টু ও আরিফ নামে দুজনকে আটক করা হয়েছে। মিণ্টুুর আগ্নেয়াস্ত্রের বৈধতা যাচাই করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, টাকার লেনদেনকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটে। গ্লোরিয়া জিন্স কফিস কর্তৃপক্ষ বলছে, বিকাল ৪টা ৫ মিনিটে গুলশান-১, ডিসিসি মার্কেট পার্শ্ববর্তী গলিতে দুটি গ্রুপের মারামারি হয়। এ সময় গুলিবিদ্ধ এক ব্যক্তি ও তার সঙ্গে অস্ত্রধারী আরেক ব্যক্তি গ্লোরিয়া জিন্স কফিসের গাড়ি পার্কিং এলাকায় প্রবেশ করে। দ্রুত ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ গুলিবিদ্ধ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অস্ত্রধারী ব্যক্তিকে আটক করে। প্রত্যক্ষদর্শী একটি গ্রুপ বলছে, বিকাশের প্রতারক চক্রকে কেন্দ্র করে এ ঘটনা। ওই প্রতারক গুলশান মার্কেটের ব্যবসায়ী। স্বেচ্ছাসেবক লীগের গুলশানের সভাপতি হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টু ওই প্রতারককে গুলশান মার্কেটে পেয়ে মারধর করেন। এ সময় ওই মার্কেটের সব ব্যবসায়ী-কর্মচারীরা মিলে ওই দুই নেতাকে বেধড়ক মারধর করতে থাকে। পরে জীবন বাঁচাতে সহ-সভাপতি মিন্টু লাইসেন্স করা পিস্তল দিয়ে চার রাউন্ড ফাঁকা গুলি করেন। দুইরাউন্ড ফাঁকা আর দুইরাউন্ড গুলি টাইলসের মেঝেতে করেন। গুলিতে তিনি নিজেও আহত হন। মেঝের টাইলসে গুলি স্লিপ কেটে এক পথচারীর পায়ে বিদ্ধ হয়। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিন্টু রাজনীতির পাশাপাশি একজন বড়মাপের ঠিকাদারও। প্রত্যক্ষদর্শী আরেকটি গ্রুপ বলছে, টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন পথচারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শী শেখ জামাল জানান, গুলশান-১ এর জব্বার টাওয়ারে বিপরীতে গোলাগুলির ঘটনা ঘটে। একজন ব্যক্তি গুলি করতে করতে প্রাইভেটকারে উঠে চলে যায়। এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে থাকে।

সর্বশেষ খবর