ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোস্তফা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুর মোহাম্মদকে আটক করেছে র্যাব। ঘটনার ২৩ বছর পর রবিবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে আটক করা হয়েছে। গতকাল র্যাব-৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক নুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ফতেহ নগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে নুর তার চাচা মোস্তফা কামালকে ১৯৯৯ সালে ১১ অক্টোবর কুপিয়ে হত্যা করেন। তার নামে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা হয়। এরপর আত্মগোপন করেন। আসামি নুর দেশের বিভিন্ন এলাকায় থাকতেন। আত্মগোপনের জন্য তিনি স্থান পরিবর্তন করতেন।