রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সৌদি পালানোর পথে আরসা সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরব পালানোর পথে এক রোহিঙ্গা বিদ্রোহী দল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসাদুল্লাহ কক্সবাজারের উখিয়ার থ্যাংখালী শরণার্থী শিবিরের বাসিন্দা। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ পুলিশ সুপার টি এম শাহীনুল ইসলাম বলেন, ‘সিএমপির গোয়েন্দা শাখা থেকে আমাদের কাছে খবর আসে এক রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা যাওয়ার সময় আসাদুল্লাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিএমপির গোয়েন্দা পুলিশে সোপর্দ করা হয়েছে।’ সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে হত্যা মামলার আসামি এক রোহিঙ্গা সৌদি আরব পালাবেন এমন তথ্য আমাদের কাছে আসে। বিষয়টি ইমিগ্রেশনকে অবহিত করি। পরে তারা ওই রোহিঙ্গাকে গ্রেফতার করে আমাদের হস্তান্তর করেন।’ তিনি বলেন, ‘আসাদুল্লাহ একটি হত্যা মামলার আসামি। ক্যাম্পে অপরাধ কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত। যতটুকু জেনেছি আসাদুল্লাহ ক্যাম্পে নিজেকে আরসা সদস্য পরিচয় দিতেন।’

সর্বশেষ খবর