শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

বাইসাইকেলে ভারতের আট নাগরিক বাংলাদেশে

পাবনা প্রতিনিধি

বাইসাইকেলে ভারতের আট নাগরিক বাংলাদেশে

বাইসাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন ভারতের আট নাগরিক। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস স্মরণে তাদের এই ভ্রমণ। ইন্দ-বাংলা বাইসাইকেল র‌্যালি নামে এই সংগঠনের সদস্যরা এ নিয়ে বাংলাদেশে চতুর্থবার ভ্রমণ করছেন। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তারা ভারতের পশ্চিমবঙ্গের হুগলীর চন্দননগর থেকে রওনা হন। ১৫ ফেব্রুয়ারি রানাঘাট দর্শনা হয়ে আলমডাঙ্গা দিয়ে কুষ্টিয়া প্রবেশ করেন। বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দর্শন শেষে শিলাইদহ ঘাট হয়ে পাবনায় আসেন।

গতকাল তারা পাবনার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান পরিদর্শন করেন। ২১ ফেব্রুয়ারি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তারা ফিরবেন নিজ দেশে। ১০ দিনের এই বাইসাইকেল ভ্রমণকালে তারা বিভিন্ন জেলার দর্শনীয় স্থান পরিদর্শনসহ সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। এ দলটির প্রধান হিসেবে রয়েছেন দলের একমাত্র নারী সদস্য মহুয়া ব্যানার্জি। সার্বিক সহযোগিতা করছেন তার স্বামী শিক্ষক শৈবাল ব্যানার্জি। অন্যদের মধ্যে রয়েছেন শিক্ষক শ্রীকান্ত মণ্ডল, শিক্ষক প্রণব মাইতি, শিক্ষক প্রসেনজিৎ সরকার, শিক্ষক রমজান আলী, ব্যবসায়ী অঞ্জন দাস ও সত্যব্রত ভাণ্ডারী।

সর্বশেষ খবর