‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকালে নারায়ণগঞ্জ ও মহানগর ছাত্রলীগের ‘বিশেষ কর্মিসভা’ হলো শহরের অক্টোফিস ওসমানী স্টেডিয়ামে। বেলা ২টা থেকে বিকাল ৪টার মধ্যেই স্টেডিয়ামটি লাখো নেতা-কর্মীতে ভরে যায়। মিছিলের পর মিছিল আর জয় বাংলা স্লোগানে মুখরিত হয় সভাস্থল। কর্মীদের ঢল নামলে স্টেডিয়ামে জায়গা না পাওয়া কর্মীরা পার্শ্ববর্তী শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ও ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা পুরাতন সড়কে অবস্থান নেন। সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান সভায় ছিলেন; কোনো বক্তৃতা করেননি। মঞ্চে অতিথির আসনে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা। সভায় বক্তৃতা করেন শুধু দুজন- কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। কর্মিসভায় সাদ্দাম হোসেন বলেন, কারা ছাত্রলীগ কর্মী হচ্ছে, কাদেরকে পদ দেওয়া হচ্ছে- এসব খতিয়ে দেখতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা অপকর্মে কোনো ছাত্রলীগ কর্মী সম্পৃক্ত হলে বা তার প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার জন্য যে লক্ষ্য আমাদের দিয়েছেন আমরা তা বাস্তবায়নে সারা দেশে সব জায়গায় শতভাগ কাজ করে যাব। আমাদের দেশ যাতে স্মার্ট দেশ হওয়ার রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পায়- এ কথা মাথায় রেখে শহর গ্রামের আনাচে-কানাচে কাজ করতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন ছাত্রলীগ সভাপতি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। এই নারায়ণগঞ্জ থেকেই ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষের মন জয় করে ভালোবাসা নিতে হবে। সাবধান! কোনো ছাত্রলীগ নেতা-কর্মী অন্যায় করলে আমরা তাকে আইনের হাতে তুলে দেব। নারায়ণগঞ্জের যুবলীগ নেতা কায়সার আহমেদ জানান, লক্ষাধিক নেতা-কর্মী সভাস্থলে এসেছেন। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও মহানগরের প্রায় ৪ হাজার স্পট থেকে আড়াই হাজার করে নেতা-কর্মী যাতে আসেন সেজন্য আমরা এক সপ্তাহ ধরে সমাবেশ করেছি। কর্মিসভায় দর্শক সারিতে ছিলেন এমপি শামীম ওসমান। এই প্রথম জেলার কোনো বৃহৎ রাজনৈতিক অনুষ্ঠানস্থলে তাকে দেখা গেল দর্শক সারিতে। সভার আগে বেলা ১টায় রাইফেল ক্লাবে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মঞ্চে নয়, দর্শক সারিতে আসীন হয়ে দেখতে চাই, বর্তমান প্রজন্মের ছাত্রলীগ ও তরুণরা কীভাবে আগামীতে প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে এগিয়ে যাবেন। কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, আওয়ামী লীগ নেতা শাহ নিজাম, শাহাদাত হোসেন সাজনু, জাকিরুল আলম, যুবলীগ নেতা কায়সার আহমেদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, রাফেল প্রমুখ।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
নারায়ণগঞ্জে কর্মিসভায় ঢল ছাত্রলীগ নেতা-কর্মীর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর