‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকালে নারায়ণগঞ্জ ও মহানগর ছাত্রলীগের ‘বিশেষ কর্মিসভা’ হলো শহরের অক্টোফিস ওসমানী স্টেডিয়ামে। বেলা ২টা থেকে বিকাল ৪টার মধ্যেই স্টেডিয়ামটি লাখো নেতা-কর্মীতে ভরে যায়। মিছিলের পর মিছিল আর জয় বাংলা স্লোগানে মুখরিত হয় সভাস্থল। কর্মীদের ঢল নামলে স্টেডিয়ামে জায়গা না পাওয়া কর্মীরা পার্শ্ববর্তী শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ও ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা পুরাতন সড়কে অবস্থান নেন। সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান সভায় ছিলেন; কোনো বক্তৃতা করেননি। মঞ্চে অতিথির আসনে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা। সভায় বক্তৃতা করেন শুধু দুজন- কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। কর্মিসভায় সাদ্দাম হোসেন বলেন, কারা ছাত্রলীগ কর্মী হচ্ছে, কাদেরকে পদ দেওয়া হচ্ছে- এসব খতিয়ে দেখতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা অপকর্মে কোনো ছাত্রলীগ কর্মী সম্পৃক্ত হলে বা তার প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার জন্য যে লক্ষ্য আমাদের দিয়েছেন আমরা তা বাস্তবায়নে সারা দেশে সব জায়গায় শতভাগ কাজ করে যাব। আমাদের দেশ যাতে স্মার্ট দেশ হওয়ার রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পায়- এ কথা মাথায় রেখে শহর গ্রামের আনাচে-কানাচে কাজ করতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন ছাত্রলীগ সভাপতি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। এই নারায়ণগঞ্জ থেকেই ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষের মন জয় করে ভালোবাসা নিতে হবে। সাবধান! কোনো ছাত্রলীগ নেতা-কর্মী অন্যায় করলে আমরা তাকে আইনের হাতে তুলে দেব। নারায়ণগঞ্জের যুবলীগ নেতা কায়সার আহমেদ জানান, লক্ষাধিক নেতা-কর্মী সভাস্থলে এসেছেন। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও মহানগরের প্রায় ৪ হাজার স্পট থেকে আড়াই হাজার করে নেতা-কর্মী যাতে আসেন সেজন্য আমরা এক সপ্তাহ ধরে সমাবেশ করেছি। কর্মিসভায় দর্শক সারিতে ছিলেন এমপি শামীম ওসমান। এই প্রথম জেলার কোনো বৃহৎ রাজনৈতিক অনুষ্ঠানস্থলে তাকে দেখা গেল দর্শক সারিতে। সভার আগে বেলা ১টায় রাইফেল ক্লাবে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মঞ্চে নয়, দর্শক সারিতে আসীন হয়ে দেখতে চাই, বর্তমান প্রজন্মের ছাত্রলীগ ও তরুণরা কীভাবে আগামীতে প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে এগিয়ে যাবেন। কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, আওয়ামী লীগ নেতা শাহ নিজাম, শাহাদাত হোসেন সাজনু, জাকিরুল আলম, যুবলীগ নেতা কায়সার আহমেদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, রাফেল প্রমুখ।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার