‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকালে নারায়ণগঞ্জ ও মহানগর ছাত্রলীগের ‘বিশেষ কর্মিসভা’ হলো শহরের অক্টোফিস ওসমানী স্টেডিয়ামে। বেলা ২টা থেকে বিকাল ৪টার মধ্যেই স্টেডিয়ামটি লাখো নেতা-কর্মীতে ভরে যায়। মিছিলের পর মিছিল আর জয় বাংলা স্লোগানে মুখরিত হয় সভাস্থল। কর্মীদের ঢল নামলে স্টেডিয়ামে জায়গা না পাওয়া কর্মীরা পার্শ্ববর্তী শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ও ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা পুরাতন সড়কে অবস্থান নেন। সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান সভায় ছিলেন; কোনো বক্তৃতা করেননি। মঞ্চে অতিথির আসনে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা। সভায় বক্তৃতা করেন শুধু দুজন- কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। কর্মিসভায় সাদ্দাম হোসেন বলেন, কারা ছাত্রলীগ কর্মী হচ্ছে, কাদেরকে পদ দেওয়া হচ্ছে- এসব খতিয়ে দেখতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা অপকর্মে কোনো ছাত্রলীগ কর্মী সম্পৃক্ত হলে বা তার প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার জন্য যে লক্ষ্য আমাদের দিয়েছেন আমরা তা বাস্তবায়নে সারা দেশে সব জায়গায় শতভাগ কাজ করে যাব। আমাদের দেশ যাতে স্মার্ট দেশ হওয়ার রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পায়- এ কথা মাথায় রেখে শহর গ্রামের আনাচে-কানাচে কাজ করতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন ছাত্রলীগ সভাপতি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। এই নারায়ণগঞ্জ থেকেই ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষের মন জয় করে ভালোবাসা নিতে হবে। সাবধান! কোনো ছাত্রলীগ নেতা-কর্মী অন্যায় করলে আমরা তাকে আইনের হাতে তুলে দেব। নারায়ণগঞ্জের যুবলীগ নেতা কায়সার আহমেদ জানান, লক্ষাধিক নেতা-কর্মী সভাস্থলে এসেছেন। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও মহানগরের প্রায় ৪ হাজার স্পট থেকে আড়াই হাজার করে নেতা-কর্মী যাতে আসেন সেজন্য আমরা এক সপ্তাহ ধরে সমাবেশ করেছি। কর্মিসভায় দর্শক সারিতে ছিলেন এমপি শামীম ওসমান। এই প্রথম জেলার কোনো বৃহৎ রাজনৈতিক অনুষ্ঠানস্থলে তাকে দেখা গেল দর্শক সারিতে। সভার আগে বেলা ১টায় রাইফেল ক্লাবে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মঞ্চে নয়, দর্শক সারিতে আসীন হয়ে দেখতে চাই, বর্তমান প্রজন্মের ছাত্রলীগ ও তরুণরা কীভাবে আগামীতে প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে এগিয়ে যাবেন। কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, আওয়ামী লীগ নেতা শাহ নিজাম, শাহাদাত হোসেন সাজনু, জাকিরুল আলম, যুবলীগ নেতা কায়সার আহমেদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, রাফেল প্রমুখ।
শিরোনাম
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
নারায়ণগঞ্জে কর্মিসভায় ঢল ছাত্রলীগ নেতা-কর্মীর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর