‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকালে নারায়ণগঞ্জ ও মহানগর ছাত্রলীগের ‘বিশেষ কর্মিসভা’ হলো শহরের অক্টোফিস ওসমানী স্টেডিয়ামে। বেলা ২টা থেকে বিকাল ৪টার মধ্যেই স্টেডিয়ামটি লাখো নেতা-কর্মীতে ভরে যায়। মিছিলের পর মিছিল আর জয় বাংলা স্লোগানে মুখরিত হয় সভাস্থল। কর্মীদের ঢল নামলে স্টেডিয়ামে জায়গা না পাওয়া কর্মীরা পার্শ্ববর্তী শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ও ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা পুরাতন সড়কে অবস্থান নেন। সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান সভায় ছিলেন; কোনো বক্তৃতা করেননি। মঞ্চে অতিথির আসনে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা। সভায় বক্তৃতা করেন শুধু দুজন- কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। কর্মিসভায় সাদ্দাম হোসেন বলেন, কারা ছাত্রলীগ কর্মী হচ্ছে, কাদেরকে পদ দেওয়া হচ্ছে- এসব খতিয়ে দেখতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা অপকর্মে কোনো ছাত্রলীগ কর্মী সম্পৃক্ত হলে বা তার প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার জন্য যে লক্ষ্য আমাদের দিয়েছেন আমরা তা বাস্তবায়নে সারা দেশে সব জায়গায় শতভাগ কাজ করে যাব। আমাদের দেশ যাতে স্মার্ট দেশ হওয়ার রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পায়- এ কথা মাথায় রেখে শহর গ্রামের আনাচে-কানাচে কাজ করতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন ছাত্রলীগ সভাপতি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। এই নারায়ণগঞ্জ থেকেই ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষের মন জয় করে ভালোবাসা নিতে হবে। সাবধান! কোনো ছাত্রলীগ নেতা-কর্মী অন্যায় করলে আমরা তাকে আইনের হাতে তুলে দেব। নারায়ণগঞ্জের যুবলীগ নেতা কায়সার আহমেদ জানান, লক্ষাধিক নেতা-কর্মী সভাস্থলে এসেছেন। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও মহানগরের প্রায় ৪ হাজার স্পট থেকে আড়াই হাজার করে নেতা-কর্মী যাতে আসেন সেজন্য আমরা এক সপ্তাহ ধরে সমাবেশ করেছি। কর্মিসভায় দর্শক সারিতে ছিলেন এমপি শামীম ওসমান। এই প্রথম জেলার কোনো বৃহৎ রাজনৈতিক অনুষ্ঠানস্থলে তাকে দেখা গেল দর্শক সারিতে। সভার আগে বেলা ১টায় রাইফেল ক্লাবে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মঞ্চে নয়, দর্শক সারিতে আসীন হয়ে দেখতে চাই, বর্তমান প্রজন্মের ছাত্রলীগ ও তরুণরা কীভাবে আগামীতে প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে এগিয়ে যাবেন। কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, আওয়ামী লীগ নেতা শাহ নিজাম, শাহাদাত হোসেন সাজনু, জাকিরুল আলম, যুবলীগ নেতা কায়সার আহমেদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, রাফেল প্রমুখ।
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের