শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পি কের ভাই প্রাণেশের জামিন খারিজ করলেন কলকাতার আদালত

কলকাতা প্রতিনিধি

প্রভাবশালী তকমা, তথ্য-প্রমাণ নষ্ট করা ও বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা- মূলত এই তিন কারণ দেখিয়ে প্রাণেশ কুমার হালদারের জামিন খারিজ করে দিলেন কলকাতার নগর দায়রা আদালত। বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশভিত্তিক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের ভাই প্রাণেশ কুমার হালদার। তার জামিনের আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে গতকাল এক বিশেষ আদেশে আদালতের তরফে এই জামিন খারিজের কথা জানিয়ে দেওয়া হয়। ৪ ফেব্রুয়ারি আদালতের স্পেশাল সিবিআই কোর্ট-৩-এর বিচারক শুভেন্দু সাহার এজলাসে তোলা হয় প্রাণেশ কুমার হালদারসহ ছয় অভিযুক্তকে। ওই দিন থেকেই মূলত প্রাণেশের জামিনের আবেদনের শুনানি শুরু হয়। প্রাণেশের জামিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মিলন মুখার্জি।

এ সময় জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। দুই পক্ষের বক্তব্য শোনার পর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয় ১৬ ফেব্রুয়ারি। ওই দিনও প্রায় এক ঘণ্টা ধরে চলে জামিনের শুনানি। শুনানি শেষে প্রাণেশসহ ছয় অভিযুক্তকেই আগামী ২৮ মার্চ ফের আদালতে হাজিরার নির্দেশ দেন কলকাতার নগর দায়রা আদালত। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিচারক মামলার পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। যদিও কেবল প্রাণেশের জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করা হয় পরদিন ১৭ ফেব্রুয়ারি। সেইমতো ১৭ ফেব্রুয়ারি আদালতে প্রাণেশ কুমার হালদারের জামিনের আবেদনের শুনানি শুরু হয়। যদিও বিচারক শুভেন্দু সাহার সিঙ্গেল বেঞ্চ সেই আদেশ সংরক্ষণ করে রাখেন। অবশেষে গতকাল আদালত এক আদেশে প্রাণেশের জামিন খারিজ করে দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর