‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল সারা দেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম রাজধানীর শেরেবাংলানগরে পুরাতন বাণিজ্যমেলার মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন। প্রদর্শনী মাঠে দেখা মেলে দেশের বিভিন্ন স্থান থেকে আনা উন্নতজাতের গরু, মহিষ, গয়াল, ঘোড়া, ছাগল, ভেড়া, দুম্বা, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগি, কবুতর ও পাখিসহ বাহারি রকমের গৃহপালিত প্রাণীর। প্রদর্শনীতে দেখা গেছে, গোল্ডেন কোনুর নামে সোনালি হলুদাভ পাখি, যার একজোড়ার দাম ১৫ লাখ টাকা। সরকারি ছুটির দিনে গতকাল বিকালে দর্শনার্থী সমাগমে প্রদর্শনী হয়ে ওঠে জমজমাট। উৎসুক দর্শনার্থীদের কেউ দেখছেন হাতি আকৃতির বিশালাকার গরু, কেউবা আদরে হাত বুলাচ্ছেন কুকুর-বিড়ালের গায়ে, কেউ আবার অবাক চাহনিতে আগ্রহ প্রকাশ করছেন দেশি-বিদেশি হরেক রং আর প্রজাতির খাঁচাবদ্ধ পাখিতে। ৭০টি স্টলের প্রদর্শনীতে অংশ নিয়েছে ষাঁড় মিরকাদিম, শাহীওয়াল, হলিস্টিন, সংকর- এ রকম নানা জাতের ২৫ মণ থেকে আরও বেশি ওজনের একেকটি ষাঁড়। ক্যাংগাম চিতা, ইয়াকুত লাখা, মেন্দিয়া লাখা, হিরা লোরিসহ হরেক নাম, রং ও আকৃতির পাখির মেলা বসেছে প্রদর্শনীর পোলট্রি শেডে। অ্যাংরি বার্ডস নামক একটি স্টলে ছিল দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ। তারা এনেছে গোল্ডেন কোনুর নামক একজোড়া পাখি। জানালেন, একজোড়া গোল্ডেন কোনুর তাদের থেকে কিনতে হলে দিতে হবে ১৫ লাখ টাকা। সাবেয়া বার্ড হাউসের ফ্রেঞ্চমুন্ডিয়ান ও আমেরিকান শৌখিন একজোড়া কবুতরের দাম যথাক্রমে ৬০ হাজার ও ৫৫ হাজার টাকা। এ ছাড়া প্রদর্শনীতে ৩৪০টি স্টলের মধ্যে গাভী গরু, ভুট্টি, দুম্বা-ছাগল-ভেড়া, প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান ও খামার স্থাপনের সরঞ্জামাদিসহ সহায়ক শিল্প সামগ্রীর মেশিনারি স্টল বসেছে যথাক্রমে ৪০, ২০, ৩০ ও ৬টি। সবার জন্য উন্মুক্ত আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প।
শিরোনাম
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
মুগ্ধতা ১৫ লাখ টাকার গোল্ডেন কোনুরে
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর