ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অষ্টম শ্রেণি-পড়ুয়া এক স্কুলছাত্রীকে আটজন মিলে ধর্ষণ করে। তারা ধর্ষণের পর শ্বাসরোধে ওই ছাত্রীকে হত্যা করে। পরে আম গাছে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় তারা। আসামিদের পাঁচজনকে গ্রেফতার ও তাদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানায়। উপজেলার রঘুনাথপুর গ্রামে গত ২৪ ফেব্রুয়ারি এ রোমহর্ষক ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা হলো, উপজেলার রঘুনাথপুর এলাকার শাহজাহান (২৬), শহীদ মিয়া (৩৮), আলমগীর হোসেন (২৮), রাসেল মিয়া (১৯) ও পলাশতলী এলাকার মাসুম বিল্লাহ ওরফে ফজর আলী (২২)। এরা সবাই দিনে ইটভাটায় কাজ করেন এবং রাতে ধর্ষণসহ জঘন্যতম অপরাধে লিপ্ত থাকেন। ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার ময়মনসিংহ ও টাঙ্গাইলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই পাঁচজনকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের ওই স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ভোরে বাড়ির পাশের একটি আম গাছের ডালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ লাশের সুরতহালে প্রাথমিকভাবে ঘটনাটি গণধর্ষণ ও হত্যার আলামত পায়। এ ঘটনার পরদিন ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার পাঁচজনের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা পালাক্রমে বিকৃত যৌনাচারের মাধ্যমে ওই স্কুলছাত্রীকে হত্যা করেছেন বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।
শিরোনাম
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০