ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অষ্টম শ্রেণি-পড়ুয়া এক স্কুলছাত্রীকে আটজন মিলে ধর্ষণ করে। তারা ধর্ষণের পর শ্বাসরোধে ওই ছাত্রীকে হত্যা করে। পরে আম গাছে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় তারা। আসামিদের পাঁচজনকে গ্রেফতার ও তাদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানায়। উপজেলার রঘুনাথপুর গ্রামে গত ২৪ ফেব্রুয়ারি এ রোমহর্ষক ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা হলো, উপজেলার রঘুনাথপুর এলাকার শাহজাহান (২৬), শহীদ মিয়া (৩৮), আলমগীর হোসেন (২৮), রাসেল মিয়া (১৯) ও পলাশতলী এলাকার মাসুম বিল্লাহ ওরফে ফজর আলী (২২)। এরা সবাই দিনে ইটভাটায় কাজ করেন এবং রাতে ধর্ষণসহ জঘন্যতম অপরাধে লিপ্ত থাকেন। ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার ময়মনসিংহ ও টাঙ্গাইলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই পাঁচজনকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের ওই স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ভোরে বাড়ির পাশের একটি আম গাছের ডালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ লাশের সুরতহালে প্রাথমিকভাবে ঘটনাটি গণধর্ষণ ও হত্যার আলামত পায়। এ ঘটনার পরদিন ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার পাঁচজনের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা পালাক্রমে বিকৃত যৌনাচারের মাধ্যমে ওই স্কুলছাত্রীকে হত্যা করেছেন বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ