তিনি পেশায় একজন গাড়িচালক। কিন্তু পরিচয় দেন কখনো সেনা কর্মকর্তা। কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কিংবা শিল্প গ্রুপের শীর্ষ কর্মকর্তা। বহু পরিচয়েই একের পর এক প্রতারণা করে আসছিল রিয়াদ বিন সেলিম নামে এ যুবক। অবশেষে গত শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন হাজীর পোল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৭-এর একটি দল। র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম জানিয়েছেন, গ্রেফতার হওয়া রিয়াদ ছিলেন একজন পেশাদার গাড়িচালক। ২০১৯ সালে পেশা পরিবর্তন করে প্রতারণা শুরু করে। লোকজনের বিশ্বাস অর্জন করতে রিয়াদ সেনাবাহিনীর ক্যাপ্টেন পদবির ভুয়া একটি পরিচয়পত্রও প্রস্তুত করে। সে পরিচয়পত্র দিয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের আওতাধীন বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা লাভের চেষ্টা করে। একই সঙ্গে কখনো ইঞ্জিনিয়ার, কখনো ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, কখনো এস আলম গ্রুপের শীর্ষ কর্মকর্তা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। সর্বশেষ চট্টগ্রাম জেলার বিভিন্ন রাজনীতিক ও জনপ্রতিনিধিকে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে চট্টগ্রামের র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করে। পরে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।