বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা
দুই বিশ্ববিদ্যালয়ে সংঘাত

জাবির প্রশাসনিক ভবনে ছাত্রলীগের তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রশাসনিক পদগুলো থেকে জামায়াত-বিএনপিপন্থিদের অপসারণসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে তালা লাগিয়ে ৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের অন্য দাবিগুলো হলো- সম্প্রতি ইতিহাস বিভাগে সম্পন্ন হওয়া তিনজন শিক্ষক নিয়োগের বোর্ড বাতিল এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. সালাহউদ্দিনকে অব্যাহতি।

গতকাল সকাল ৯টা থেকে শুরু হয় অবরোধ কর্মসূচি। অবরোধকালীন বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও পরীক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ ছিল। প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও নাকচ করে দেয় ছাত্রলীগ। পরে বিকাল সাড়ে ৩টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে তারা। এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘ইতিহাস বিভাগে যে তিনজন শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের বিরুদ্ধে জামায়াত-শিবির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্বাধীনতাবিরোধীদের প্রশাসন থেকে অব্যাহতি দিতে হবে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি বিএনপির বিভিন্ন বিবৃতিতে তার অনুমতি ছাড়া নাম ব্যবহার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড যেহেতু সম্পন্ন হয়ে গেছে এটা এখন সিন্ডিকেটে আলোচনার বিষয়।’

প্রসঙ্গত, ২ জানুয়ারি অধ্যাপক ড. সালাহউদ্দিনকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়ার পরই প্রতিবাদ জানায় শাখা ছাত্রলীগ। উপাচার্য ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস দেন তখন। কিন্তু দুই মাসেও নিয়োগ বাতিল না করায় গতকাল এই অবরোধ কর্মসূচি পালন করে তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর