গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন তামিম ইকবাল। ফলে টাইগার অধিনায়কের আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও গতকাল ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। ২০০৮ সালের পর ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে এই প্রথম বাইলেটারাল সিরিজ খেলছে বাংলাদেশ। ঠিক ১৫ বছর ব্যবধানে দুই দল আজ ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে। তামিমের জ্বর, ইনজুরিতে পরে সিরিজ থেকে ছিটকে পড়েছেন জাকির হোসেন। যদিও জাকিরের জায়গায় ডাক পেয়েছেন রনি তালুকদার। গতকাল অনুশীলনে ফুটবল খেলার সময় মাথায় আঘাত পান মেহেদী হাসান মিরাজ। চোখে রক্ত জমাট বেঁধেছে স্পিন অলরাউন্ডারের। তার খেলা নিয়েও সংশয় রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে। সিরিজের বাকি দুই ম্যাচও একই ভেন্যুতে, যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং একমাত্র টেস্টটি মিরপুরে। ম্যাচটি আজ স্পেশাল হয়ে উঠতে পারে টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জন্য। তামিম ইকবালের পর ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক গড়ার হাতছানি দিচ্ছে দুই তারকা ক্রিকেটারকে। ২২৭ ম্যাচে সাকিবের রান ৬৯৭৬। দরকার মাত্র ২৪ রান। ২৪২ ম্যাচে মুশফিকের রান ৬৯০১। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখান সাকিব। এই সিরিজটি ২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩টি ওয়ানডের বাইরে আরও ৪টি টি-২০ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের জন্য সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হয়। বাতিল হওয়া সিরিজ দুটির সঙ্গে এবার যোগ হয়েছে একটি টেস্ট। দুই দল এই প্রথম টেস্ট খেলবে। তামিম বাহিনী আজ খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের আত্মতৃপ্তি নিয়ে। অবশ্য ওয়ানডে সিরিজের শেষটি জিতেছিলেন তামিম বাহিনী। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টানা ৪ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যাচ খেলতে নামছেন তামিমরা। এখনো একাদশ চূড়ান্ত হয়নি। সিলেটের উইকেটে হালকা বাউন্সের পাশাপাশি মুভমেন্টও আছে। ফলে তিন পেসারকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আইরিশদের বিপক্ষে ইংলিশদের মতোই ৫ নম্বর পজিশনে ব্যাটিং করবেন সাকিব, তেমনই জানিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে, ‘সাকিব সব পজিশনেই ভালো ব্যাট করছে। সামনের পথচলায় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে, সে যে পজিশনে ব্যাট করলে দলের জয়ে সহায়তা পাওয়া যাবে, সেখানেই ব্যাট করবে।’ দুই দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে। বাংলাদেশের জয় ৭ এবং হার ২টি।
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
সিলেটে আজ শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর