গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন তামিম ইকবাল। ফলে টাইগার অধিনায়কের আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও গতকাল ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। ২০০৮ সালের পর ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে এই প্রথম বাইলেটারাল সিরিজ খেলছে বাংলাদেশ। ঠিক ১৫ বছর ব্যবধানে দুই দল আজ ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে। তামিমের জ্বর, ইনজুরিতে পরে সিরিজ থেকে ছিটকে পড়েছেন জাকির হোসেন। যদিও জাকিরের জায়গায় ডাক পেয়েছেন রনি তালুকদার। গতকাল অনুশীলনে ফুটবল খেলার সময় মাথায় আঘাত পান মেহেদী হাসান মিরাজ। চোখে রক্ত জমাট বেঁধেছে স্পিন অলরাউন্ডারের। তার খেলা নিয়েও সংশয় রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে। সিরিজের বাকি দুই ম্যাচও একই ভেন্যুতে, যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং একমাত্র টেস্টটি মিরপুরে। ম্যাচটি আজ স্পেশাল হয়ে উঠতে পারে টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জন্য। তামিম ইকবালের পর ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক গড়ার হাতছানি দিচ্ছে দুই তারকা ক্রিকেটারকে। ২২৭ ম্যাচে সাকিবের রান ৬৯৭৬। দরকার মাত্র ২৪ রান। ২৪২ ম্যাচে মুশফিকের রান ৬৯০১। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখান সাকিব। এই সিরিজটি ২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩টি ওয়ানডের বাইরে আরও ৪টি টি-২০ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের জন্য সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হয়। বাতিল হওয়া সিরিজ দুটির সঙ্গে এবার যোগ হয়েছে একটি টেস্ট। দুই দল এই প্রথম টেস্ট খেলবে। তামিম বাহিনী আজ খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের আত্মতৃপ্তি নিয়ে। অবশ্য ওয়ানডে সিরিজের শেষটি জিতেছিলেন তামিম বাহিনী। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টানা ৪ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যাচ খেলতে নামছেন তামিমরা। এখনো একাদশ চূড়ান্ত হয়নি। সিলেটের উইকেটে হালকা বাউন্সের পাশাপাশি মুভমেন্টও আছে। ফলে তিন পেসারকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আইরিশদের বিপক্ষে ইংলিশদের মতোই ৫ নম্বর পজিশনে ব্যাটিং করবেন সাকিব, তেমনই জানিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে, ‘সাকিব সব পজিশনেই ভালো ব্যাট করছে। সামনের পথচলায় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে, সে যে পজিশনে ব্যাট করলে দলের জয়ে সহায়তা পাওয়া যাবে, সেখানেই ব্যাট করবে।’ দুই দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে। বাংলাদেশের জয় ৭ এবং হার ২টি।
শিরোনাম
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
- পশ্চিম তীর সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
- জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ল
- ফরাসি জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া
সিলেটে আজ শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার’ বিষয়ে তারুণ্যের ভাবনা বিতর্ক প্রতিযোগিতা
৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
৩ ঘণ্টা আগে | জাতীয়