গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন তামিম ইকবাল। ফলে টাইগার অধিনায়কের আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও গতকাল ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। ২০০৮ সালের পর ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে এই প্রথম বাইলেটারাল সিরিজ খেলছে বাংলাদেশ। ঠিক ১৫ বছর ব্যবধানে দুই দল আজ ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে। তামিমের জ্বর, ইনজুরিতে পরে সিরিজ থেকে ছিটকে পড়েছেন জাকির হোসেন। যদিও জাকিরের জায়গায় ডাক পেয়েছেন রনি তালুকদার। গতকাল অনুশীলনে ফুটবল খেলার সময় মাথায় আঘাত পান মেহেদী হাসান মিরাজ। চোখে রক্ত জমাট বেঁধেছে স্পিন অলরাউন্ডারের। তার খেলা নিয়েও সংশয় রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে। সিরিজের বাকি দুই ম্যাচও একই ভেন্যুতে, যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং একমাত্র টেস্টটি মিরপুরে। ম্যাচটি আজ স্পেশাল হয়ে উঠতে পারে টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জন্য। তামিম ইকবালের পর ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক গড়ার হাতছানি দিচ্ছে দুই তারকা ক্রিকেটারকে। ২২৭ ম্যাচে সাকিবের রান ৬৯৭৬। দরকার মাত্র ২৪ রান। ২৪২ ম্যাচে মুশফিকের রান ৬৯০১। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখান সাকিব। এই সিরিজটি ২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩টি ওয়ানডের বাইরে আরও ৪টি টি-২০ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের জন্য সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হয়। বাতিল হওয়া সিরিজ দুটির সঙ্গে এবার যোগ হয়েছে একটি টেস্ট। দুই দল এই প্রথম টেস্ট খেলবে। তামিম বাহিনী আজ খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের আত্মতৃপ্তি নিয়ে। অবশ্য ওয়ানডে সিরিজের শেষটি জিতেছিলেন তামিম বাহিনী। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টানা ৪ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যাচ খেলতে নামছেন তামিমরা। এখনো একাদশ চূড়ান্ত হয়নি। সিলেটের উইকেটে হালকা বাউন্সের পাশাপাশি মুভমেন্টও আছে। ফলে তিন পেসারকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আইরিশদের বিপক্ষে ইংলিশদের মতোই ৫ নম্বর পজিশনে ব্যাটিং করবেন সাকিব, তেমনই জানিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে, ‘সাকিব সব পজিশনেই ভালো ব্যাট করছে। সামনের পথচলায় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে, সে যে পজিশনে ব্যাট করলে দলের জয়ে সহায়তা পাওয়া যাবে, সেখানেই ব্যাট করবে।’ দুই দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে। বাংলাদেশের জয় ৭ এবং হার ২টি।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
সিলেটে আজ শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর