গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন তামিম ইকবাল। ফলে টাইগার অধিনায়কের আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও গতকাল ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। ২০০৮ সালের পর ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে এই প্রথম বাইলেটারাল সিরিজ খেলছে বাংলাদেশ। ঠিক ১৫ বছর ব্যবধানে দুই দল আজ ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে। তামিমের জ্বর, ইনজুরিতে পরে সিরিজ থেকে ছিটকে পড়েছেন জাকির হোসেন। যদিও জাকিরের জায়গায় ডাক পেয়েছেন রনি তালুকদার। গতকাল অনুশীলনে ফুটবল খেলার সময় মাথায় আঘাত পান মেহেদী হাসান মিরাজ। চোখে রক্ত জমাট বেঁধেছে স্পিন অলরাউন্ডারের। তার খেলা নিয়েও সংশয় রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে। সিরিজের বাকি দুই ম্যাচও একই ভেন্যুতে, যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং একমাত্র টেস্টটি মিরপুরে। ম্যাচটি আজ স্পেশাল হয়ে উঠতে পারে টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জন্য। তামিম ইকবালের পর ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক গড়ার হাতছানি দিচ্ছে দুই তারকা ক্রিকেটারকে। ২২৭ ম্যাচে সাকিবের রান ৬৯৭৬। দরকার মাত্র ২৪ রান। ২৪২ ম্যাচে মুশফিকের রান ৬৯০১। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখান সাকিব। এই সিরিজটি ২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩টি ওয়ানডের বাইরে আরও ৪টি টি-২০ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের জন্য সিরিজটি শেষ মুহূর্তে বাতিল হয়। বাতিল হওয়া সিরিজ দুটির সঙ্গে এবার যোগ হয়েছে একটি টেস্ট। দুই দল এই প্রথম টেস্ট খেলবে। তামিম বাহিনী আজ খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের আত্মতৃপ্তি নিয়ে। অবশ্য ওয়ানডে সিরিজের শেষটি জিতেছিলেন তামিম বাহিনী। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টানা ৪ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যাচ খেলতে নামছেন তামিমরা। এখনো একাদশ চূড়ান্ত হয়নি। সিলেটের উইকেটে হালকা বাউন্সের পাশাপাশি মুভমেন্টও আছে। ফলে তিন পেসারকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আইরিশদের বিপক্ষে ইংলিশদের মতোই ৫ নম্বর পজিশনে ব্যাটিং করবেন সাকিব, তেমনই জানিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে, ‘সাকিব সব পজিশনেই ভালো ব্যাট করছে। সামনের পথচলায় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে, সে যে পজিশনে ব্যাট করলে দলের জয়ে সহায়তা পাওয়া যাবে, সেখানেই ব্যাট করবে।’ দুই দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে। বাংলাদেশের জয় ৭ এবং হার ২টি।
শিরোনাম
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
- আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : দুলু
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন
- অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের
- ‘বাকসু’ বিএম কলেজের, দাবি সাবেক ছাত্র নেতাদের
- শাহবাগে শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড, যে ব্যাখ্যা ডিএমপি'র
- ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে : সালাহউদ্দিন
- কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দের উদ্বোধন
- গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
- উন্নয়ন ভাবনা নিয়ে ‘তারুণ্যের চোখে ডোমার’ সেমিনার অনুষ্ঠিত
- জি-মেইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে ১৭ লাখ টাকা স্থানান্তর, গ্রেপ্তার ২
- মাদারীপুরের ডাসারে সেলুনে বই পড়ার নতুন উদ্যোগ
- বুয়েটের অপূর্বের নেতৃত্বে ‘নিউরাল নিনজাস’ দলের আন্তর্জাতিক সাফল্য
- ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির করলে জনগণই প্রতিরোধ করবে : আইজিপি