ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ব্যাংকিং খাতে পেশাগত অভিজ্ঞতা দক্ষতা আছে এবং ব্যাংকের পরিচালক হিসেবে কাজ করার মতো পেশাগত রেকর্ড আছে তাদেরই বেসরকারি ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া উচিত। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, বেসরকারি ব্যাংকের পরিচালক হিসেবে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত, যাদের ব্যাংকিং খাতে পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা আছে। ব্যাংকের পরিচালক হিসেবে এমনভাবে তার কাজ করার মতো পেশাগত রেকর্ড থাকতে হবে, যিনি স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে এ রকম একটা দায়িত্বপূর্ণ অবস্থানে থাকবেন এবং দায়িত্ব পালন করতে পারবেন। এ দুটো মাপকাঠিই আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এক দিক থেকে সংশ্লিষ্ট খাতে, ব্যাংকিং খাতে বা আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তার পেশাগত দক্ষতা থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এমন ব্যক্তি, যার পেশাগত জীবনে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের এভিডেন্স বা প্রমাণ আছে।