তারাকান্দা উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবি) তিন প্রকৌশলীকে পিটুনি দিয়েছেন বিসকা ইউনিয়নের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল। থানায় করা অভিযোগে বলা হয়, ঘটনাটি ঘটে রবিবার দুপুরে ইউনিয়নের কাকনীকোনা ব্রিজ মোড় এলাকায়। মার খাওয়া তিনজন হলেন- বিউবি ময়মনসিংহের সহকারী প্রকৌশলী সৈকত মাহমুদ এবং উপ-সহকারী প্রকৌশলী আল-আমীন আজাদ ও মাসুম পারভেজ রুবেল। পরে ওই রাতেই বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানতে চাইলে মোফাজ্জল হোসেন বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে রবিবার সকালে সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশে বিউবির পরিদর্শন টিম বিসকা ইউনিয়নে গেলে কাকনীকোনা ব্রিজ মোড় এলাকার বাসিন্দা আবাসিক গ্রাহক হাতেম আলীর (৫০) বাড়িতে প্রি-পেইড মিটার ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করছে দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে সংযোগটি কেটে দেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন না করতে মোবাইল ফোনে সুপারিশ করেন। সুপারিশ না রাখায় দুপুরের দিকে চেয়ারম্যান ১০-১২টি মোটরসাইকেলে লোকজন নিয়ে বিউবির গাড়ির গতিরোধ করেন। গাড়ি থেকে নামিয়ে ওই চেয়ারম্যান তাদের হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে তিন প্রকৌশলীকে মারধর করেন। এ সময় চেয়ারম্যান ও তার সাঙ্গোপাঙ্গরা জব্দকৃত মিটার ও তার ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, আহত প্রকৌশলীরা ময়মনসিংহ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। চেয়ারম্যান বাবুল জানান, গ্রামের মানুষ না বুঝেই এভাবে বিদ্যুৎ ব্যবহার করছিল। তাই তাদের হয়ে সুপারিশ করায় বিদ্যুৎ বিভাগের লোকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় আমার লোকজন প্রতিবাদ করে। এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ‘অভিযোগ দেওয়ার পর মামলা নথিভুক্ত হয়েছে। তদন্ত চলছে।’
শিরোনাম
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান