তারাকান্দা উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবি) তিন প্রকৌশলীকে পিটুনি দিয়েছেন বিসকা ইউনিয়নের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল। থানায় করা অভিযোগে বলা হয়, ঘটনাটি ঘটে রবিবার দুপুরে ইউনিয়নের কাকনীকোনা ব্রিজ মোড় এলাকায়। মার খাওয়া তিনজন হলেন- বিউবি ময়মনসিংহের সহকারী প্রকৌশলী সৈকত মাহমুদ এবং উপ-সহকারী প্রকৌশলী আল-আমীন আজাদ ও মাসুম পারভেজ রুবেল। পরে ওই রাতেই বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানতে চাইলে মোফাজ্জল হোসেন বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে রবিবার সকালে সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশে বিউবির পরিদর্শন টিম বিসকা ইউনিয়নে গেলে কাকনীকোনা ব্রিজ মোড় এলাকার বাসিন্দা আবাসিক গ্রাহক হাতেম আলীর (৫০) বাড়িতে প্রি-পেইড মিটার ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করছে দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে সংযোগটি কেটে দেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন না করতে মোবাইল ফোনে সুপারিশ করেন। সুপারিশ না রাখায় দুপুরের দিকে চেয়ারম্যান ১০-১২টি মোটরসাইকেলে লোকজন নিয়ে বিউবির গাড়ির গতিরোধ করেন। গাড়ি থেকে নামিয়ে ওই চেয়ারম্যান তাদের হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে তিন প্রকৌশলীকে মারধর করেন। এ সময় চেয়ারম্যান ও তার সাঙ্গোপাঙ্গরা জব্দকৃত মিটার ও তার ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, আহত প্রকৌশলীরা ময়মনসিংহ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। চেয়ারম্যান বাবুল জানান, গ্রামের মানুষ না বুঝেই এভাবে বিদ্যুৎ ব্যবহার করছিল। তাই তাদের হয়ে সুপারিশ করায় বিদ্যুৎ বিভাগের লোকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় আমার লোকজন প্রতিবাদ করে। এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ‘অভিযোগ দেওয়ার পর মামলা নথিভুক্ত হয়েছে। তদন্ত চলছে।’
শিরোনাম
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
অষ্টম কলাম
চেয়ারম্যানের মার খেলেন তিন প্রকৌশলী
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর