তারাকান্দা উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবি) তিন প্রকৌশলীকে পিটুনি দিয়েছেন বিসকা ইউনিয়নের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল। থানায় করা অভিযোগে বলা হয়, ঘটনাটি ঘটে রবিবার দুপুরে ইউনিয়নের কাকনীকোনা ব্রিজ মোড় এলাকায়। মার খাওয়া তিনজন হলেন- বিউবি ময়মনসিংহের সহকারী প্রকৌশলী সৈকত মাহমুদ এবং উপ-সহকারী প্রকৌশলী আল-আমীন আজাদ ও মাসুম পারভেজ রুবেল। পরে ওই রাতেই বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানতে চাইলে মোফাজ্জল হোসেন বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে রবিবার সকালে সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশে বিউবির পরিদর্শন টিম বিসকা ইউনিয়নে গেলে কাকনীকোনা ব্রিজ মোড় এলাকার বাসিন্দা আবাসিক গ্রাহক হাতেম আলীর (৫০) বাড়িতে প্রি-পেইড মিটার ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করছে দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে সংযোগটি কেটে দেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন না করতে মোবাইল ফোনে সুপারিশ করেন। সুপারিশ না রাখায় দুপুরের দিকে চেয়ারম্যান ১০-১২টি মোটরসাইকেলে লোকজন নিয়ে বিউবির গাড়ির গতিরোধ করেন। গাড়ি থেকে নামিয়ে ওই চেয়ারম্যান তাদের হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে তিন প্রকৌশলীকে মারধর করেন। এ সময় চেয়ারম্যান ও তার সাঙ্গোপাঙ্গরা জব্দকৃত মিটার ও তার ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, আহত প্রকৌশলীরা ময়মনসিংহ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। চেয়ারম্যান বাবুল জানান, গ্রামের মানুষ না বুঝেই এভাবে বিদ্যুৎ ব্যবহার করছিল। তাই তাদের হয়ে সুপারিশ করায় বিদ্যুৎ বিভাগের লোকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় আমার লোকজন প্রতিবাদ করে। এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ‘অভিযোগ দেওয়ার পর মামলা নথিভুক্ত হয়েছে। তদন্ত চলছে।’
শিরোনাম
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
- যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
- তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
- যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন
অষ্টম কলাম
চেয়ারম্যানের মার খেলেন তিন প্রকৌশলী
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর