তারাকান্দা উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবি) তিন প্রকৌশলীকে পিটুনি দিয়েছেন বিসকা ইউনিয়নের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল। থানায় করা অভিযোগে বলা হয়, ঘটনাটি ঘটে রবিবার দুপুরে ইউনিয়নের কাকনীকোনা ব্রিজ মোড় এলাকায়। মার খাওয়া তিনজন হলেন- বিউবি ময়মনসিংহের সহকারী প্রকৌশলী সৈকত মাহমুদ এবং উপ-সহকারী প্রকৌশলী আল-আমীন আজাদ ও মাসুম পারভেজ রুবেল। পরে ওই রাতেই বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানতে চাইলে মোফাজ্জল হোসেন বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে রবিবার সকালে সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশে বিউবির পরিদর্শন টিম বিসকা ইউনিয়নে গেলে কাকনীকোনা ব্রিজ মোড় এলাকার বাসিন্দা আবাসিক গ্রাহক হাতেম আলীর (৫০) বাড়িতে প্রি-পেইড মিটার ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করছে দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে সংযোগটি কেটে দেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন না করতে মোবাইল ফোনে সুপারিশ করেন। সুপারিশ না রাখায় দুপুরের দিকে চেয়ারম্যান ১০-১২টি মোটরসাইকেলে লোকজন নিয়ে বিউবির গাড়ির গতিরোধ করেন। গাড়ি থেকে নামিয়ে ওই চেয়ারম্যান তাদের হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে তিন প্রকৌশলীকে মারধর করেন। এ সময় চেয়ারম্যান ও তার সাঙ্গোপাঙ্গরা জব্দকৃত মিটার ও তার ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, আহত প্রকৌশলীরা ময়মনসিংহ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। চেয়ারম্যান বাবুল জানান, গ্রামের মানুষ না বুঝেই এভাবে বিদ্যুৎ ব্যবহার করছিল। তাই তাদের হয়ে সুপারিশ করায় বিদ্যুৎ বিভাগের লোকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় আমার লোকজন প্রতিবাদ করে। এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ‘অভিযোগ দেওয়ার পর মামলা নথিভুক্ত হয়েছে। তদন্ত চলছে।’
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
অষ্টম কলাম
চেয়ারম্যানের মার খেলেন তিন প্রকৌশলী
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর