তারাকান্দা উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবি) তিন প্রকৌশলীকে পিটুনি দিয়েছেন বিসকা ইউনিয়নের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল। থানায় করা অভিযোগে বলা হয়, ঘটনাটি ঘটে রবিবার দুপুরে ইউনিয়নের কাকনীকোনা ব্রিজ মোড় এলাকায়। মার খাওয়া তিনজন হলেন- বিউবি ময়মনসিংহের সহকারী প্রকৌশলী সৈকত মাহমুদ এবং উপ-সহকারী প্রকৌশলী আল-আমীন আজাদ ও মাসুম পারভেজ রুবেল। পরে ওই রাতেই বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানতে চাইলে মোফাজ্জল হোসেন বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে রবিবার সকালে সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশে বিউবির পরিদর্শন টিম বিসকা ইউনিয়নে গেলে কাকনীকোনা ব্রিজ মোড় এলাকার বাসিন্দা আবাসিক গ্রাহক হাতেম আলীর (৫০) বাড়িতে প্রি-পেইড মিটার ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করছে দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে সংযোগটি কেটে দেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন না করতে মোবাইল ফোনে সুপারিশ করেন। সুপারিশ না রাখায় দুপুরের দিকে চেয়ারম্যান ১০-১২টি মোটরসাইকেলে লোকজন নিয়ে বিউবির গাড়ির গতিরোধ করেন। গাড়ি থেকে নামিয়ে ওই চেয়ারম্যান তাদের হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে তিন প্রকৌশলীকে মারধর করেন। এ সময় চেয়ারম্যান ও তার সাঙ্গোপাঙ্গরা জব্দকৃত মিটার ও তার ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, আহত প্রকৌশলীরা ময়মনসিংহ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। চেয়ারম্যান বাবুল জানান, গ্রামের মানুষ না বুঝেই এভাবে বিদ্যুৎ ব্যবহার করছিল। তাই তাদের হয়ে সুপারিশ করায় বিদ্যুৎ বিভাগের লোকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় আমার লোকজন প্রতিবাদ করে। এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ‘অভিযোগ দেওয়ার পর মামলা নথিভুক্ত হয়েছে। তদন্ত চলছে।’
শিরোনাম
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ
- মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ বিদেশি কর্মী আটক
- দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি বরং উন্নতি হয়েছে : অর্থ উপদেষ্টা
- ‘রায়ের মাধ্যমেই প্রমাণিত হবে ফ্যাসিবাদীরা এ দেশের রাজনীতিতে স্থান পাবে না’
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেমিনার
- বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: খোকন