মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাথরুমের সুইচ টিপতেই বিস্ফোরণে দগ্ধ স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শনির আখড়ায় একটি টিনশেড বাসায় বাথরুমের সুইচ টিপতেই বাথরুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক স্কুলছাত্রী দগ্ধ হয়েছে। তার নাম রুকাইয়া জাহান মৌমিতা (১৩)। সে স্থানীয় শেরে বাংলা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। রবিবার রাত পৌনে ১টায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গতকাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, রাতে কদমতলীর শনির আখড়া থেকে দগ্ধ অবস্থায় এক কিশোরীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়। পরে জরুরি বিভাগ থেকে তাকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে দগ্ধ মৌমিতার মা লিপি আক্তার জানান, রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম- তখন বাথরুম থেকে হঠাৎ মৌমিতার চিৎকার শুনতে পাই। বাথরুমে গিয়ে দেখি তার শরীরের জামাকাপড়ে আগুন ধরে গেছে। পরে তার শরীরে পানি দিয়ে সঙ্গে সঙ্গে তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

 

 

 

সর্বশেষ খবর